বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন

বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম মানব বাহাদুর

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৫ মে, ২০২২

বিশ্বের সবচেয়ে খর্বকায় (খাটো) মানুষ স্বীকৃতি পেয়েছেন দর বাহাদুর খাপাঞ্জি। ২০০৪ সালে নেপালে জন্ম নেয়া বাহাদুরের উচ্চতা মাত্র ২ ফুট ৫ ইঞ্চি। ইতোমধ্যেই বিশ্বের খর্বকায় মানুষ হিসেবে তিনি স্থান করে নিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকেও। গত মঙ্গলবার বাহাদুরের হাতে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতির সার্টিফিকেট তুলে দেন দেশটির ট্যুরিজম বোর্ডের সিইও ধনঞ্জয় রেগমি। বাহাদুরের এ স্বীকৃতিতে খুশি তার পরিবার। দর বাহাদুর খাপাঞ্জির ভাই নারা বাহাদুর খাপাঞ্জি বলেন, আমার ভাই অন্য সবার মতো বেড়ে উঠেনি এটা দেখে কষ্ট পাই, তবে সে বিশ্বরেকর্ডের সার্টিফিকেট পাওয়ায় খুশি আমি। আশা করছি সবার সহযোগীতায় আমার ভাই সুশিক্ষিত মানুষ হবে। প্রসঙ্গত, ২০১০ সালে বিশ্বের সবচেয়ে খর্বকায় তরুণের স্বীকৃতি পেয়েছিলেন নেপালের খগেন্দ্র থাপা। যার উচ্চতা ছিলো ২ ফুট আড়াই ইঞ্চি। দুই বছর আগে মারা যান তিনি। বিশ্বের সবচেয়ে খাটো তরুণী নেপালেরই প্রতিবেশি দেশ, ভারতের জ্যোতি আমগে। ২০০৯ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম লেখান ২ ফুট উচ্চতার এ তরুণী। সূত্র : ডেইলিমেইল




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com