বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৫০ অপরাহ্ন

কালীগঞ্জে ফিলিং স্টেশন বন্ধ ও ৩ স্বর্ণ ব্যবসায়ীকে অর্থদন্ড

তৈয়বুর রহমান কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুন, ২০২২

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ১ ফিলিং স্টেশন ও ৩ স্বর্ণ ব্যবসায়ীকে ৭৬ হাজার টাকা জরিমান আদায় করা হয়েছে। আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার। সোমবার বিকেলে কালীগঞ্জ বাজারে স্বার্ণের ওজন কম দেওয়ায় সৌরভ জুয়েলার্সেকে ১০ হাজার, পিএইচ জুয়েলার্সকে ৮ হাজার ও মাতৃ জুয়েলার্সকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে কালীগঞ্জ পৌরসভার বাইপাস সড়কে অবস্থিত উওরা বিজয় ফিলিং স্টেশনের মালিক জাহাঙ্গীরকে তেল ওজনে কম দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করে ফিলিং স্টেশনটি বন্ধ করে দেয়া হয়। প্রতি ১০ লিটার পেট্রোল ৩৪০ মিলি লিটার, ১০ লিটার অকটেন ৪৫০ মিলি লিটার, ১০ লিটারে ডিজেল ৪শ মিলি লিটার তেল দীর্ঘদিন যাবৎ কম দিয়ে আসছি উক্ত প্রতিষ্ঠানটি। প্রতি লিটারে ৩০ মিলি লিটার কম দেওয়ার নিয়ম থাকলে ও ৩৫ মিলি লিটার তৈল কম দিয়ে আসছিল। অভিযানকালে বিএসআইটির ইঞ্জিনিয়ার মাইনউদ্দিন, কালীগঞ্জ থানার এসআই মো. ইমদাদুল হকসহ আনসার বিডিবির সদস্যরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com