বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। গত ০৬ জুন সকালে চাঁদপুর জেলা প্রশাসক এর কার্যালয়ে এসে চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক কামরুল হাসানকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁদপুর জেলা শাখার সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক এম.এ কুদ্দুস রোকন, সহ সভাপতি বশির উল্লাহ খন্দকার, যুগ্ম সম্পাদক মহিবুবুল আহসান নিপু, সাংগঠনিক সম্পাদক সালামত উল্লাহ শাহিন খান, সহ অর্থ সম্পাদক রাকিবুল হাসান রুবেল, দপ্তর সম্পাদক মশিউর রহমান রিয়াদ। ফুলেল শুভেচ্ছার পর বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন বাপসার নেতৃবৃন্দরা।