নওগাঁর বদলগাছীতে জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পাবলিক হেলথ সার্ভিস জোরদারকরন প্রকল্পের আওতায় কসাইখানার সুষ্ঠু ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য সম্মত উপায়ে গোশত প্রক্রিয়াকরন ও সংরক্ষণের উপর গোশত ব্যবসায়ীদের (বুচার) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের প্রশিক্ষণ কক্ষে সকাল ১০ টা থেকে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহির উদ্দিন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডাঃ সুশান্ত দাস,বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন, কোর্স কো-অর্ডিনেটর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (লিড/রিজার্ভ) ডাঃ মকবুল হোসেন, বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আইয়ুব আলী, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ গোলাম মর্তুজা, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রশিদ, মাঠ সহকারী মুতাসিমবিল্লাহ প্রমুখ।