ভারতে বিজেপির নেতাদের মহানবী সা:-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মুসল্লিরা। একই ঘটনায় রাজধানীর ঐতিহ্যবাহী তেজগাঁও রহিম মেটাল জামে মসজিদের দক্ষিণ গেটে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল গণজমায়েত।
গতকাল শুক্রবার বাদ জুমা তেজগাঁওয়ের গণজমায়েতে বিশিষ্ট আলেম আল্লামা মাহমুদুল হাসান মমতাজী বলেন, মহানবীর সা: মর্যাদা রক্ষায় আমরা জীবন দিতেও প্রস্তুত। এই বিজেপি বার বার মুসলমানদের কলিজায় আঘাত হানছে, কখনো বাবরী মসজিদ, কখনো হিজাব, কখনো আজান, কখনো গোহত্যা বিতর্ক সৃষ্টি করেছে। এখন আবার মুসলমানদের সবচেয়ে স্পর্শকাতর মহানবী সা: ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রা: সম্বন্ধে অবমাননাকর কটূক্তি করে মুসলমানদের কলিজায় আঘাত করেছে। এটা মেনে নেয়া হবে না। ইন্ডিয়ান পণ্য বয়কটের মাধ্যমে আমরা সমুচিত জবাব দেব।
তেজগাঁও রহিম মেটাল জামে মসজিদের খতিব ও ইসলামিক কালচারাল ফোরাম বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান মমতাজীর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মাওলানা মো: নাজমুল হকের পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিশাল গণজমায়েতে আরো বক্তব্য রাখেন আল ফালাহ মসজিদের খতীব মাওলানা মানসুরুল হক, রহিম মেটাল মাদরাসার মুহতামিম মাওলানা নাসির উদ্দীন, বনানী চেয়ারম্যান বাড়ী মসজিদের খতীব মুফতী মাসুম আহমাদ কাসেমী, বিটিসিএল মসজিদের খতীব মাওলানা শফিকুল ইসলাম, নাখালপাড়া বায়তুন নূর মসজিদের খতীব মাওলানা আবু ওবায়দা, বিজিপ্রেস মসজিদের খতীব মাওলানা হাফিজুর রহমান, সিএন্ডবি মসজিদের ইমাম মাওলানা আলী হোসেন প্রমুখ।
আরো বক্তব্য রাখেন পশ্চিম ধানমন্ডি মসজিদের খতীব মাওলানা মোতাহার উদ্দিন, সিএন্ডবি স্টাফ কোয়ার্টার মসজিদের খতীব মাওলানা যাইনুল আবেদীন, জিএমজি মসজিদের খতীব মাওলানা মাহসিন মাশকুর, লিচু বাগান মসজিদের খতীব মুফতী আল আমীন।
এদিকে ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের মহানবী সা:-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল বের করেছে সাধারণ মুসল্লিরা। ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন ইসলামী সংগঠন এসব প্রতিবাদ মিছিলের আয়োজন করে।
মহানবী হজরত মুহাম্মদ সা:-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটূক্তির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হয়েছে।