বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
বগুড়া শেরপুরের যৌন হয়রানির অভিযোগে সেই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন কালিয়াকৈরে শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উম্মে কুলসুম ফেরদৌসী (পুষ্প) তারাকান্দায় অধ্যক্ষ জামাল উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ সুজনের শার্শা উপজেলা কমিটি গঠন উলিপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন কালিয়ায় সুধীজনের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার কবি নজরুল ইসলাম কলেজের এডহক কমিটি গঠন ঝিনাইদহে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও স্বাস্থ্য সুরক্ষার উপকরণ বিতরণ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ার চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচিত সরকারের কোন বিকল্প নেই: কেন্দ্রীয় যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটুক্তি প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা

দুর্ভোগের আরেক নাম দাউদকান্দির ‘চশই সড়ক’

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১১ জুন, ২০২২

চল্লিশ বছরেও পাকা হয়নি কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের চশই সড়কটি। সামান্য বৃষ্টিতে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে করে ওই গ্রামসহ আশপাশের কয়েক গ্রামের হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। সরেজমিন ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার পিতাম্বদি-বরকোটা সড়কের (চশই মিয়াজি বাড়ি থেকে চশই হাই স্কুল পর্যন্ত) কাচা রাস্তাটি দৈর্ঘ্য দুই কিলোমিটার। এ দুই কিলোমিটার রাস্তাটি ওই এলাকার দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়। রাস্তা দিয়ে নিয়মিত ভ্যান, অটোরিকশা, ভটভটি, ট্রাক্টর, পাওয়ারট্রলিসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। এছাড়াও রাস্তাটি দিয়ে চশই উচ্চ বিদ্যালয় ও চশই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা যাতায়াত করে। কিন্তু বর্ষা মৌসুমে রাস্তাটিতে কাদা-পানি থাকার শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারে না শিক্ষার্থীরা। স্থানীয় বাসিন্দা মাহবুবুল আলম পরান বলেন, সরকার বড় রাস্তাসহ উপজেলার ছোট রাস্তা পাকাকরণ করলেও এ সড়কটি অবহেলায় পড়ে আছে। স্থানীয় প্রশাসন বেশ কয়েকবার মেপে গেলেও রাস্তাটি পাকা হচ্ছেনা। চশই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরীফুল ইসলাম বলেন, সামান্য বৃষ্টিতেই রাস্তা দিয়ে ছাত্র-ছাত্রী চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। দ্রুত রাস্তাটি পাকাকরণ করা হোক। উপজেলার মারুকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ এস এম শাহজাহান ভূইয়া জানান, গুরুত্বপূর্ণ এ রাস্তাটি দ্রুত পাকাকরণের ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। এ বিষয়ে এলজিইডির (স্থানীয় সরকার প্রকৌশলী) দাউদকান্দি উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মাহাবুবুর রহমান জানান, রাস্তাটি পাকাকরণের কাজ প্রক্রিয়াধীন। বিল পাস হলে দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com