ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সকল কলেজে কর্মকর্তাদের নিরাপত্তা, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত শিক্ষা অঙ্গনের দাবীতে গাইবান্ধা সরকারী কলেজের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দদের আয়োজনে কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ ঘটিকায় কলেজ চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন শুরু হয়ে দুপুর ১২ঘটিকায় শেষ হয়। উল্লেখ্য গত ৬জুন ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাগণের ওপর সন্ত্রাসী হামলা, লাঞ্চনা ও কটুক্তির ঘটনা ঘটে। এই অপ্রিতিকর ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক দেশব্যাপী সকল সরকারি কলেজে কর্মবিরতি ও মানববন্ধন পালনের ঘোষণা দেওয়া হয়। এরই অংশ হিসেবে গাইবান্ধা সরকারি কলেজ ইউনিটের আয়োজনে এই কর্মবিরতি ও মানববন্ধন পালন করা হয়। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির রংপুর অঞ্চলের সাংগঠনিক সম্পাদক এসএম আশাদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন -গাইবান্ধা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি গাইবান্ধা কলেজ শাখার সহসভাপতি মোজাহারুল, আফম শহিদুর রহমান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বাবুল আকতার, শিক্ষক পরিষদের সহকারী অধ্যাপক ও যুগ্ম সম্পাদক মোঃ মাসুদুর রহমান, সহকারী অধ্যাপক এবিএম জিল্লুর রহমান ও গাইবান্ধা শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক কাইয়ুম আজাদ প্রমুখ। সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান। বক্তারা বলেন-গফরগাঁও কলেজে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য জোরদাবী করছি। সেই সাথে দেশব্যাপী সকল শিক্ষা অঙ্গন চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।