ময়মনসিংহ গফরগাঁও সরকারি কলেজে কর্মরত বি.সি.এস ক্যাডার কর্মকর্তাগনের উপর সন্ত্রাসী হামলা, লাঞ্ছনা,কটুক্তি ও গত ৯জুন ২০২২ দিনব্যাপি কর্মরত বি.সি.এস ক্যাডার কর্মকর্তাগনকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় বগুড়া বি.সি.এস সমিতি সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ ইউনিটের পক্ষ থেকে মানববন্ধনের মধ্য দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। রবিবার সকালে কলেজ রোডে মানববন্ধনে উপস্থিত বক্তৃতায় বি.সি.এস সমিতি সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ ইউনিটের সাধারন সম্পাদক বলেন, আমরা এ ঘটনায় দায়েরকুত মামলার এজাহারভূক্ত আসামীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এন সুষ্ঠ বিচারের জোর দাবি জানাচ্ছিঅ একই সাথে প্রতিটি কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দৃঢ পদক্ষেপ কামনা করছি। এ ঘটনায় দায়ী সন্ত্রাসীেেদর গ্রেফতার নিশ্চিত না হলে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করনের দাবিতে আরোও কঠোর কর্মসূচিতে বগুড়া বি.সি.এস সমিতি সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ ইউনিট সম্পূর্ন সমর্থন ও একাত্মতার সাথে সহকর্মীদের পাশে থাকবে। আরোও বক্তব্য রাখেন বগুড়া বি.সি.এস সমিতি সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ ইউনিটের সভাপতি ও অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমানসহ নেতৃবৃন্দ।