প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের উদ্যোগে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় মূল আলোচনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, উপজেলা কৃষি অফিসার জাকির হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার হাবিবুর রহমান ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুল কাদের ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ। কর্মশালায় বক্তারা বলেন, ২০৪১ সালে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে প্রধানমন্ত্রী উদ্ভাতি ১০টি উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ, ডিজিটাল বাংলাদেশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও আশ্রায়ন প্রকল্পের মতো নতুন উদ্যোগ বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। কর্মশালায় অংশগ্রহনকারীরা প্রধানমন্ত্রীর এসব উদ্যোগের সফল বাস্তবায়নের জন্য বেশ কিছু সুপারিশমালা পেশ করেন। কর্মশালায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার অর্ধশত ব্যক্তি কর্মশালায় অংশগ্রহনকারী হিসেবে উপস্থিত ছিলেন।