ঢাকাই সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় তারকা রোশান ও দীঘি। প্রথমবারের মতো তারা একসঙ্গে জুটি হয়ে কাজ করছেন। তবে কোনো সিনেমায় নয়, তাদের দেখা যাবে একটি বিজ্ঞাপনচিত্রে।
প্রাণ চিয়ার আপের বিজ্ঞাপনটি নির্মাণ করছেন পরিচালক মাসুদ জাকারিয়া সাবিন। বিজ্ঞাপনটির গল্পে উঠে আসবে মেট্রোরেলের গল্প। দুই প্লাটফর্মে দুই তরুণ-তরুণীকে নিয়ে এর চিত্রনাট্য তৈরি হয়েছে। পরিচালক বিজ্ঞাপনটির বিস্তারিত জানিয়ে বলেন, ‘আমরা এই বিজ্ঞাপনটির জন্য ফ্রেশ একটা জুটি খুঁজছিলাম। সেভাবে বিজ্ঞাপনে কাজ করেনি কিন্তু তরুণদের মধ্যে জনপ্রিয়। সেই চিন্তা থেকে দীঘি ও রোশানকে নেওয়া হয়েছে। বিজ্ঞাপনটিতে আশা করছি দীঘি ও রোশানকে নতুন আঙ্গিকে দেখতে পাবেন দর্শক।’
অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি বলেন, ‘আমি খুব এক্সাইটেড এই বিজ্ঞাপনটি নিয়ে। কারণ ছোটবেলায় বিজ্ঞাপনে অভিনয় করার কারণে আমাকে সবাই চেনেন। বড় হওয়ার পর আবারও বিজ্ঞাপনে কাজ করছি। কাজটিও একটু ভিন্ন। আশা করছি দর্শক আবারও আমাকে নতুন আঙ্গিকে দেখতে পাবেন।’
তিনি আরো বলেন, ‘রোশানের সঙ্গে এর আগে মঞ্চে পারফরম্যান্স করেছিলাম। কিন্ত কখনো ক্যামেরার সামনে কাজ করা হয়নি। ফাইনালি আমরা একসঙ্গে স্ক্রিন শেয়ার করছি। আশা করছি একটি ভালো কাজ হতে যাচ্ছে আমার ও রোশানের। আশা করছি দর্শক খুব ভালোভাবেই নেবেন। সেইসঙ্গে প্রত্যাশা করছি আমরা একসঙ্গে সিনেমাতেও কাজ করবো।’ এ প্রসঙ্গে রোশান বলেন, ‘খুব চমৎকার একটি টিমের সঙ্গে কাজ করছি। সাবিন ভাই দারুণ একজন মেকার। খুব ভালো লাগছে তার নির্দেশনায় কাজ করে। আর এ বিজ্ঞাপন দিয়ে দিঘীর সঙ্গেও কাজ করা হলো। সবকিছু মিলিয়ে বিজ্ঞাপনটি ভালো সাড়া পাবে বলে আশা করছি।’ জানা গেছে, বিজ্ঞাপনটি শিগগিরই টিভিতে প্রচার হবে। পাশাপাশি ঢাকাসহ দেশজুড়ে বিভিন্ন স্থানে বিজ্ঞাপনটির বিলবোর্ডও বসানো হবে।