বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম ::
বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ

রৌমারীতে পানিবন্দি ৫০ হাজার পরিবার বিপাকে দিনমজুর পরিবার

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

গত ৭ দিনের বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলে পানি বেড়ে গ্রামের পর গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে ৩৫ টি গ্রামের ৫০ হাজার পরিবার। তলিয়ে গেছে ২৭ টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৫ শত ২২ হেক্টর জমির আউশ ধান,পাট, তিল, মরিচ ও শাকসবজি। এছাড়াও ৫৫ কিলোমিটার রাস্থাঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগের পাশাপাশি কষ্টে দিন কাটছে শ্রমজীবি মানুষ। গবাদী পশুর খাদ্য নিয়ে বিপাকে খামাড়ীরা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, কুড়িগ্রামের রৌমারী উপজেলার পূর্বাঞ্চলের ভারতীয় সীমান্ত থেকে বাংলাদেশে পহাড়ি ঢলে পানি প্রবেশ করে কালোপানি হয়ে বাংলাদেশের ধর্ণী ও জিঞ্জিরাম নদীতে প্রবেশ করে নদী উপচে উপজেলার পুর্বাঞ্চল প্লাবিত হয় খেওয়ারচর, দুবলাবাড়ি, বকবান্দা, বাওয়াইরগ্রাম, কলাবাড়ি, ফুলবাড়ি, চর ইজলামারি, চান্দারচর, নতুনবন্দর, পুরাতন যাদুরচর, কাশিয়াবাড়িসহ পানিতে থৈ থৈ ৩৫ টি গ্রামের ৫০ হাজার পরিবার। তলিয়ে গেছে ২৭ টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৫ শত ২২ হেক্টর জমির আউশ ধান,পাট, তিল, মরিচ ও শাকসবজি। এছাড়াও ৫৫ কিলোমিটার রাস্থাঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগের পাশাপাশি কষ্টে দিন কাটছে শ্রমজীবি মানুষ। গবাদী পশুর খাদ্য নিয়ে বিপাকে খামাড়ীরা। বন্যার কারনে নিত্য প্রয়োজনীয় সকল জিনিস পত্রের দাম বেড়েছে। অপর দিকে ভারত বাংলাদেশের শুল্ক স্থলবন্দরে আমদানি রপ্তানি গত ১ মাস যাবত বন্ধ রয়েছে। এতে শুল্ক স্থলবন্দরে পাথর আমদানী না হওয়ায় প্রায় ৭ হাজার শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। যাদুরচর ইউনিয়নের ছালাম, সাহেব মিয়া জানান, হঠাৎ আকর্ষিক বন্যায় ও ভারতীয় পাহাড়ি ঢলে আসা আমাদের পুরা এলাকাজুড়ে তলিয়ে গিয়ে ধান, পাট, তিল, চিনা, সাকসবজি নষ্ট হয়েছে এবং রাস্তাঘাট তলিয়ে গিয়ে হাট বাজার ও শহর স্থানে যাতায়াতে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। এদিকে আমরা অভাবের সংসারে পরিবার নিয়ে কষ্টে আছি। যাদুরচর ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, গত কয়েকদিন থেকে পানি বেড়ে এলাকার মানুষ পানিতে ভাসছে। রাস্তাঘাট তলিয়ে যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে বিপাকে পড়েছে মানুষ। নষ্ট হয়েছে অনেক ফসলি জমি। আমি চেয়ারম্যানসহ উপজেলার পরিষদ চেয়ারম্যানকে জানিয়েছি এলাকার মানুষের দুর্ভোগের নিরসনে সাহায্য চেয়েছি। এবিষয়ে যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী বলেন, আমার ইউনিয়নের পূর্বাঞ্চলের প্রায় ৯০ ভাগ মানুষ পানি বন্দি রয়েছে। ক্ষতি হয়েছে ফসলি জমি ও তলিয়ে রয়েছে রাস্তাঘাট। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান বলেন, উপজেলার পুর্বাঞ্চলে আকর্ষিক বন্যায় অনেক গ্রামের মানুষ পানি রয়েছে। এব্যাপারে উর্দ্ধোতন কর্তৃপক্ষকে জানানোর পর পানি বন্দি মানুষের মাঝে টিআর প্রকল্পে ৩ লক্ষ টাকা দিয়েছে। প্রাথমিক ভাবে ১৫ শত পরিবারের জন্য শুকনা খাবার প্যাকেট করা হচ্ছে। দ্রুত পানি বন্দি পরিবারের মাঝে বিতরণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) আশরাফুল আলম রাসেল ও সহকারি কমিশনা (ভুমি) বলেন, ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ পানি বন্দি ও রাস্তাঘাট তলিয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে আমরা সবসময় পানিবন্দি মানুষদের খোঁজ খবর নেয়া হচ্ছে। তবে সরকারি ভাবে বন্যার্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হবে। পর্যায় ক্রমে আরো দেয়া হবে। উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্যাহ বলেন, আমরা কয়েকদিন থেকে নৌকা যোগে পানিবন্দি পরিবারদের কাছে গিয়ে খোজখবর নেয়া হচ্ছে এবং তাদের মাঝে সরকারি ভাবে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। দ্রুত বিতরণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com