বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ

শেরপুরের ধর্মীয় নেতৃবৃন্দের সাথে দি হাঙ্গার প্রজেক্টের দিনব্যাপী কর্মশালা

জাহিদুল খান সৌরভ শেরপুর :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

শেরপুর সদর উপজেলার ধর্মীয় নেতৃবৃন্দের সাথে ইউনিসেফ বাংলাদেশ এর সহায়তায় দি হাঙ্গার প্রজেক্টের বাস্তবায়নে দিনব্যাপী কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১১টায় জেলা শহরের পালকি চাইনিজ এন্ড রেস্টুরেন্ট হলরুমে সুশাসনের জন্য নাগরিক (সুজন) শেরপুর জেলা কমিটটির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসার ইমাম ও শিক্ষক এবং সনাতন ও অন্যান্য ধর্মাবলম্বীর ধর্মীয় নেতারা অংশগ্রহণ করেন। বাগরাকসা জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম পবিত্র কোরআন পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর গীতা পাঠ করেন জেলা পুরোহিত কল্যান পরিষদের সহ-সভাপতি বিশ্বনাথ ভট্রাচার্য। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ প্রকল্পের শেরপুর জেলা সমন্বয়কারী মো.জাহিদুল খান সৌরভের সঞালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস। অনুষ্ঠানে প্রিয় অতিথি হিসেবে কোভিড-১৯ ও ভ্যাকসিন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোবারক হোসেন। প্রিয় অতিথির বক্তব্যে ডা.মোবারক বলেন, করোনার শুরুতে আমরা খুবই ঝুঁকির মধ্যে ছিলাম, এখনও আছি। জুন জুলাইয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। অতীতে করোনাকালীন সময়ে বেশিরভাগ মানুষ বাসায় থেকে বের হয়নি কিন্তু আমরা যারা স্বাস্থ্য বিভাগের সাথে সংশ্লিষ্ট কেউই বাসায় বসে থাকতে পারিনি। আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের দায়িত্ব পালন করতে হয়েছে। আমরা চাইনা এমন পরিস্থিতি আর পৃথিবীতে আসুক। আমাদের সকলের উচিত ৩টি ডোজ টিকা নেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলা। কসবা কাঠগড় জামে মসজিদের ইমাম মাওলানা মারুফুর রহমান তার বক্তব্যে বলেন, পৃথিবীর ইতিহাসে আমরা বহু মহামারীর কথা শুনেছি। মহামারী পৃথিবীতে আসে আমাদের কর্মের মাধ্যমে অর্থাৎ খারাপ কাজের মাধ্যমে। এই মহামারী থেকে বাঁচতে হলে আমাদেরকে আগে খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। তিনি আরও বলেন, হাদীসে বলা আছে যে আমরা অসুস্থ্য হলে সুন্নত হিসেবে ওষধ খেতে পারবো। তাহলে কেন আমরা টিকা নিবো না? আমাদের এক ধরনের লোক আছে যারা কোনো কিছু না জেনে বুঝেই মনগড়া কথাবার্তা বলে থাকি। আসলে এমনটা বলা ঠিক নয়। সবশেষে তিনি সবাইকে করোনার ৩য় ডোজ টিকা নেওয়ার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানের এক পর্যায়ে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে উন্মুক্ত মতামত নেওয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com