সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ লক্ষ ৮৫ হাজার টাকা মূল্যের হলেষ্টার ফ্রিজিয়ান (আমেরিকান) জাতের ১টি গাভীর মৃত্যু হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায় শাহজাদপুর পৌর সভার (৭নং ওয়ার্ড) বাড়াবিল শিমুল পাড়া গ্রামের ফাহিম ডেইরি ফার্মের স্বত্বাধিকারী মোঃ রফিকুল ইসলাম ১ মাস পূর্বে বগুড়ার নন্দি গ্রাম থেকে হলেষ্টান ফ্রিজিয়াম (আমেরিকান) জাতের একটি গাভী ৫ লক্ষ ৮৫ হাজার টাকা মূল্যে কিনে আনে। গাভীটি গত শুক্রবার ১ টি বাছুর প্রসব করে এসম রফিকুল ইসলাম বাঘাবাড়ি মিল্ক ভিটার ডাক্তার শরিফ কে নিয়ে এলে ডাক্তার গাভীটিকে ক্যালসিয়াম সহ কিছু মেডিসিন প্রয়োগের পরামর্শ প্রদান করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী রফিকুল ইসলাম দ্বারিয়াপুর বাজারের নিউ গৌড়ী সিনেমা হলের পশ্চিম পাশে হাজী ফার্মেসি থেকে ক্যালসিয়ামসহ মেডিসিন গুলো ক্রয় করে। শনিবার রাত ৯ টায় ক্যালসিয়াম প্রয়োগ করা হয় রবিবার সকাল ৬ টায় গাভীটি মারা যায়। রফিকুল ইসলাম আরও জানান তিনি ডাক্তারের কাছে জানতে পারেন গাভীকে মেয়াদ উত্তীর্ণ ক্যালসিয়াম প্রয়োগ করায় গাভী টি মারা গেছে। এব্যাপারে ফাহিম ডেইরি ফার্মের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি লিখত অভিযোগ ও উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পশু সম্পদ কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ প্রদান করেছে। এব্যাপারে হাজী ফার্মেসির মালিক রফিক ইসলাম মেয়াদোত্তীর্ণ ক্যালসিয়াম বিক্রির কথা অস্বীকার করেন।