নীলফামারীর ডিমলায় গত কয়েকদিনের টানা বর্ষনে ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খগা খড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানি, ঝুনাগাছ চাপানি এবং গয়াবাড়ি ইউনিয়নের একাংশের প্রায় ১৫০টি পরিবার পারিবন্দি হয়ে পড়েছে। এতে খাদ্য সঙ্কট ও গবাদি পশু নিয়ে চরম বিপাকে পড়েছে বন্যাকবলিত পরিবার গুলি। শনিবার (১৮ই জুন) ডিমলা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের উদ্যোগে টেপাখড়িবাড়ি ইউনিয়নের তেলির বাজার মসজিদ পাড়া গ্রামের পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে শুকনো খাবার পানি বিশুদ্ধকরন ট্যাবলেট খাবার স্যালাইন ও প্রত্যেকের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন। এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ময়নুল হক উপস্থিত ছিলেন। ত্রান বিতরন শেষে নদী ভাঙ্গন ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন।