নরসিংদীর মনোহরদীতে সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের কোনো সুবিধা না থাকায় এমন সমস্যায় পড়েছে বিদ্যালয়টি। শিক্ষক ও শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ, ব্যাহত হচ্ছে পাঠদান। বিদ্যালয় মাঠে খেলতে না পারায় কোমলমতি শিক্ষার্থীরা পড়েছে বিপাকে। এমন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে উপজেলার এলকে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ২৫ নং এলকে ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। এই বিদ্যালয় ছাড়াও উপজেলার আরও কয়েকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ ও মাদ্রাসায় দেখা গেছে জলাবদ্ধতা। উপজেলার পার্শ্ববর্তী দুদিকে নদী খনন হলেও নদীর মাটি প্রতিষ্ঠানে ভরাট না করে বিক্রি হচ্ছে ইট ভাটায় ও বাড়ী করার কাজে। এতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জলাবদ্ধতা থাকলেও মাটি ভরাট না করায় ক্ষোভ এলাকাবাসীর। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৫০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তিনটি ভবন রয়েছে এলকে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়টিতে। বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে চার’শ, শিক্ষক রয়েছেন চৌদ্দজন। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি বছরই বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করে থাকে। পিছিয়ে নেই খেলাধুলায়ও। শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, দু’টো বিদ্যালয় মাঠেই হাঁটু পানি বিরাজ করছে। এতে শিক্ষার্থীরা স্কুলের কক্ষে যেতে পেড়ুতে হচ্ছে হাটু পানি। কেউ আবার পিছলে খেয়ে পড়ে যায় কাঁদা পানিতে। সহপাঠীদের সঙ্গে খেলতে না পারায় বিপাকে পড়েছে। কাঁদা-পানি পাড়ি দিয়ে বিদ্যালয় যাতায়াতে তাদের ভোগান্তি বাড়ছে। মাঠের ঘাস ও আগাছা পচে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। ফলে জলাবদ্ধ মাঠের বিরূপ পরিবেশে শিক্ষার্থীদের পাঠদানে বিঘœ ঘটছে। বিদ্যালয়ের শিক্ষার্থী আশা আক্তার ও সাজিদ বলেন, মাঠে জলাবদ্ধতার কারণে নিয়মিত খেলাধুলা ও প্রাত্যহিক সমাবেশ করা যায় না। একটু বৃষ্টি হলেই শ্রেণীকক্ষে আসা-যাওয়া সমস্যা হয়। অনেক সময় যেতে-আসতে শরীরে কাঁদা লেগে যায় এতে ক্লাসে বিঘœ ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুল্লাহ জানান, পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় বর্ষাকালে সামান্য বৃষ্টি হলেই মাঠটিতে জলাবদ্ধতা লেগেই থাকে। ফলে শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তি দেখা দেয়। মাঠের জলাবদ্ধতা দূরীকরণে মাটি ভরাটের আবেদন করা হয়েছে। আশাকরি দ্রুত সমাধান হবে।