বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ

ই-কমার্স প্রতিষ্ঠান আপনজন বাজারের কারসাজি, শত গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা, ভুক্তভোগীদের মানববন্ধন

বদরুল আলম দুলাল সিরাজগঞ্জ :
  • আপডেট সময় সোমবার, ২০ জুন, ২০২২

সিরাজগঞ্জ শহরের বাহিরগোলায় গড়ে ওঠা ই-কমার্স প্রতিষ্ঠান‘আপনজন বাজার আইটি লিমিটেড’ এর কর্মকর্তারা গ্রাহকদের কোটি কোটি টাকা নিয়ে উধাও হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী গ্রাহকরা টাকা ফেরতের পাশাপাশি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহনের জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে। রবিবার (১৯ জুন) বিকেলে প্রায় ২০জন ভুক্তভোগী জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে ভুক্তভোগীরা উল্লেখ করেন, সিরাজগঞ্জ শহরের জানপুর ব্যাংকপাড়া মহল্লার জব্বার সেখের ছেলে আরিফুল ইসলাম শামীম (ম্যানেজিং ডিরেক্টর), তার সহযোগী বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউপির লক্ষীপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে আব্দুল বারী (পরিচালক), সদর উপজেলার জানপুর ব্যাংকপাড়া মহল্লার জব্বার সেখের ছেলে আফতাবুর রহমান সজীব, একই মহল্লার জব্বারের ছেলে শাহীন, আরিফুল ইসলামের স্ত্রী রাশেদা খাতুন, বেপারীপাড়া মহল্লার আশিক ও বগুড়া জেলার শেরপুর থানার চান্দাইকোনা গ্রামের আব্দুস সালামের ছেলে রায়হানসহ কতিপয় প্রতারক চক্র শহরের বাহিরগোলা আওলাদ সেখের বাসা ভাড়া নিয়ে আপজনবাজার আইটি লিমিটেড নামে ই-কমার্স প্রতিষ্ঠান গড়ে তোলে। প্রতিষ্ঠানটি বিভিন্ন সময় তাদের অনলাইন পেজে পণ্য বিক্রয়ের অফার প্রদান করেন এবং ৪০দিনের মধ্যে পণ্য ডেলিভারী দিবে বলে উল্লেখ করেন। তাদের অফারে বহু ক্রেতা লক্ষ লক্ষ টাকা পণ্য ক্রয়ের জন্য সিটি ব্যাংক, এবি ব্যাংক এবং ইসলামী ব্যাংক শাখায় কোম্পানীর পরিচালক আরিফুল ইসলাম শামীমের একাউন্টে টাকা প্রদান করেন। কিন্তু গত বছরের ৭ ডিসেম্বর সকালে অফিস গিয়ে দেখেন অফিস তালা দিয়ে প্রতারক চক্র উধাও হয়ে গেছে। গত ১৮ ডিসেম্বর পুনরায় অফিস খুলে আংশিক কার্যক্রম শুরু করে। ওই সময় অফিসে গেলে প্রতারক চক্রের সদস্য কোম্পানীর আইটি প্রধান রায়হান ও ম্যানেজার আশিক বলে আপনাদের পণ্য অথবা টাকা ফেরত দেয়া হবে। পরবর্তীতে অফিস বন্ধ করে সবাই পালিয়ে যায়। এ অবস্থায় প্রতিষ্ঠানের প্রধান ম্যানেজিং ডিরেক্টর আরিফুল ইসলাম শামীমের সাথে হোয়াটঅ্যাপে যোগাযোগ করলে তিনি টাকা ফেরত না দিয়ে উল্টো গ্রাহকদের নানাভাবে হুমকি প্রদর্শন করতে থাকে। স্মালিকলিপিতে আরো উল্লেখ করা হয়, আপনজন বাজার এর কর্মকর্তারা সুকৌশলে প্রতারনার মাধ্যমে বহু মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপন করেছে। দীর্ঘদিন টাকা না পেয়ে মামলাও করা হয়েছে। পুলিশ প্রতারক চক্রের সদস্য প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল বারীকে আটকও করেছে। কিন্তু গ্রাহকদের টাকা ফেরতের কোন সুরাহা হচ্ছে না। এ অবস্থায় টাকা ফেরতের দাবী জানিয়ে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। ইমরুল হাসান সুইটসহ আরও অনেক ভুক্তভোগী জানান, আমাদের নিজেদেরসহ অন্তত শতাধিক গ্রাহকের প্রায় ৪-৫ কোটি টাকা নিয়ে আপনজন বাজারের ম্যানেজিং ডিরেক্টর আরিফুল ইসলাম শামীম প্রতারক চক্র পালিয়ে গেছে। দীর্ঘদিন যাবত ঘুরছি কোন টাকা পাচ্ছি না। আমরা দ্রুত প্রতারক চক্রকে আটক এবং টাকা ফেরতের জন্য সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মনির হোসেন জানান, জেলা প্রশাসনের সুপারিশসহ স্মারকলিপিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের ভোক্তা অধিকার দপ্তরে পাঠানো হবে। তারাই এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com