বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ

নিরাপদ অভিবাসন ও রেমিটেন্স ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২২ জুন, ২০২২

নোয়াখালীতে ইউরোপ ফেরতদেরকে নিরাপদ অভিবাসন ও রেমিটেন্স ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ বুধবার সকালে এ আইওএম বাংলাদেশ ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রম-এর যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন ‘প্রত্যাশা’ প্রকল্পের অধীনে নিরাপদ অভিবাসন ও রেমিটেন্স ব্যবস্থাপনা বিষয়ক কমিনিটি পর্যায়ে সংলাপ নোয়াখালী জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর ম্যানেজার নাজিবা আক্তার মূল প্রবন্ধ উপস্থাপনায়, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইসরাত সাদমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, উপ পরিচালক স্থানীয় সরকার আবু ইউসুফ, অতিরিক্ত পুলিশ সুপার দিপক জ্যোতি খীসা প্রমুখ। নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশের অভিবাসনের ক্ষেত্রে তিনটি বিষয়ে আরো কাজ করার সুযোগ আছে। যারা বিদেশে যান তাদের জেনে বুঝে সঠিক তথ্য নিয়ে ও দক্ষ হয়ে বিদেশ যাওয়া উচিত বলে মন্তব্য করেন। অভিবাসন প্রবণ জেলাগুলোর মধ্যে নোয়াখালী অন্যতম। দক্ষ হয়ে বিদেশ তাদের উপার্জিত রেমিটেন্স এর পরিমান বৃদ্ধি পাবে। নিয়মিত পথে বিদেশ যাত্রায় জীবনের ঝুঁকি কমাবে। যাতে আমাদের শ্রমিকদের মানবেতর জীবনযাপন করতে না হয়। পাশাপাশি বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সেবাসমূহের তথ্য তৃণমূল পর্যায়ে পৌঁছাতে হবে। তিনি আরো বলেন, বিপুল সংক্যক জনগোষ্ঠীর কর্মসংস্থান হয়ত বাংলাদেশে করা সম্ভব হবে না, কিছু সংখ্যক মানুষ অভিবাসী হবেই এটা আমরা সকলেই জানি। তাই আমাদের নিশ্চিত করতে হবে দক্ষ ও নিরাপদ অভিবাসন। এছাড়াও অনুষ্ঠানে সরকারী সংস্থা ও ব্র্যাকের সহযোগীতায় সম্মিলিতভাবে অভিবাসীদের বিদেশ যাত্রার খরচ প্রদান করা, যা তার বিদেশ গিয়ে পরবর্তীতে কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবে। সোশ্যাল মিডিয়াতে প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের সেবা সম্পর্কিত প্রচারণা বৃদ্ধি করা। প্রবাসী কল্যাণ ব্যাংকের কার্যক্রম সহজীকরণ করা। প্রকল্প মেয়াদ শেষে সরকারী ব্যবস্থাপনায় সমসাময়িক কার্যক্রম মাঠ পর্যয়ে চলমান রাখা, বিদেশগামীদের জন্য নূন্যতম প্রাতিষ্ঠানিক দক্ষতা বাধ্যতামূলক করা ইত্যাদি বিষয়ে পুপারিশ উপস্থাপন করা হয়। প্রায় ২ঘন্টা ব্যাপি বড় পর্দায় বিদেশ ফেরত অভিবাসন বিষয়ে সংলাপের মাধ্যমে অবগত করা হয়। পরে কয়েকজন বিদেশ ফেরত ব্যক্তিকে চেক প্রদান করা হয়। এসময় বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, সামাজিক ব্যক্তিবর্গ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com