নোয়াখালীতে, নোয়াখালী অন্ধকল্যাণ সমিতির উদ্যোগে নোয়াখালী সদর উপজেলায় এক বড় পরিসরে চক্ষু চিকিৎসা ও লেন্সসহ চোখের ছানি অপারেশন অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্যাম্পে অপারেশন সহযোগিতা ও চিকিৎসায় ছিলেন, মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল, চাঁদপুর। শনিবার (২৫শে জুন) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নোয়াখালী সদর উপজেলার ১৯নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট বাজার সংলগ্ন দক্ষিণ জগতপুর গ্রামের পরেশ মাষ্টারের বাড়ীতে এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত চক্ষু ক্যাম্পে দীপক ভৌমিকের, সাবেক কাউন্সিলর নোয়াখালী পৌরসভা, সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুর আলম ছিদ্দিকী রাজু,ভাইস চেয়ারম্যান, নোয়াখালী সদর উপজেলা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফয়সাল বারী চৌধুরী, চেয়ারম্যান ১৯নং পূর্ব চরমটুয়া ইউনিয়ন পরিষদ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে জনাব নুর আলম ছিদ্দিকী রাজু বলেন, আমি নোয়াখালী অন্ধকল্যাণ সমিতিকে তাদের এই মহতী উদ্যোগের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তারা নোয়াখালীতে দীর্ঘদিন থেকে এই সেবা দিয়ে আসছে। মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে চেষ্টা করে যাচ্ছে। আমি তাদের চলার পথে সাফল্য কামনা করি।এছাড়াও বিশেষ অতিথি বক্তব্যে জনাব ফয়সাল বারী চৌধুরী তার নিজ ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে তাদের এই বিনামূল্যে চক্ষু চিকিৎসার জন্য নোয়াখালী অন্ধকল্যাণ সমিতিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। এছাড়াও উক্ত চক্ষু চিকিৎসায় চিকিৎসক হিসেবে ডাঃ দোলন রানী কুরী, এমবিবিএস, ডাঃ সাখাওয়াত হোসেন এমবিবিএস, ডাঃ উত্তম মজুমদার কনসালটেন্ট অপটোমেট্রিকস, ডাঃ সৌরভ মজুমদার, ডিএমএফ,ডাঃ হৃদয় মজুমদার, জুনিয়র অপটোমেট্রিকস। উক্ত ক্যাম্পে প্রায় ২০০ জন রোগীকে চক্ষু চিকিৎসা দেওয়া হয়। তন্মধ্যে ৩০ জন চোখের লেন্সসহ ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়। তাছাড়াও বিনামূল্যে রোগীদের বিভিন্ন চোখের ড্রপ ও ঔষধ প্রদান করা হয়।