শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

পলাশবাড়ীর পবনাপুর মহিলা কলেজের শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবন যাপন

নুরুল ইসলাম পলাশবাড়ী (গাইবান্ধা) :
  • আপডেট সময় শনিবার, ২৫ জুন, ২০২২

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার প্রত্যন্ত পল্লী এলাকা পবনাপুর ইউনিয়নে, নারী শিক্ষার প্রসার ঘটানোর লক্ষ্যে প্রতিষ্ঠা হয়েছে পবনাপুর মহিলা কলেজ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান। কলেজটির চারদিকে ১০/১৫ কিলোমিটারের মধ্যে কোন মহিলা কলেজ না থাকায় এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তি অধ্যক্ষ মোখলেছুর রহমান সহ এলাকার সুধীজনের উদ্যোগে ২০০০ সালে ১.৩০ শতক জমির উপর প্রতিষ্ঠা করেন পবনাপুর মহিলা কলেজ। কলেজটি স্থাপিত হওয়ার পর থেকে আজ অবধি অতি সুনামের সাথে বিচক্ষন শিক্ষক মন্ডলী এবং সুদক্ষ কমিটি দ্বারা পরিচালিত হয়। কলেজটির শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৪২ জন। অবকাঠামোর মধ্যে রয়েছে ২টি বিল্ডিং এবং একটি টিনসেড শ্রেণীকক্ষ। কলেজটিতে লেখাপড়ার গুনগত মান ভাল হওয়ায় ২০১৮ সালে একাডেমিক স্বীকৃতি লাভ করে। চলতি ২০২২ সালে কলেজটিতে শিক্ষার্থীর সংখ্যা ৩২৪ জন। দীর্ঘদিন যাবৎ শিক্ষক-কর্মচারীরা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করলেও কলেজটি এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষক কর্মচারীদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে বলে তারা সাংবাদিকদের জানান। এব্যাপারে কলেজ অধ্যক্ষ এস.এম জহুরুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, সংশ্লিষ্ট বিভাগের একাধিক কর্মকর্তা কলেজটি পরিদর্শন করলেও অদ্যবধি কলেজটি এমপিওভুক্ত হয়নি। তাই পবনাপুর মহিলা কলেজের শিক্ষক-কর্মচারীরা কলেজটি এমপিওভুক্তির জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্দ্ধতন কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com