দিনাজপুরের ঘোড়াঘাটে গরু কিনলে ক্রেতাকে ছাগল উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন এক গরু বিক্রেতা। ঘোড়াঘাট পৌরসভার ৫ নং ওয়ার্ডের পশ্চিম কাজিপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম বসত বাড়ির পাশে ছোট একটি খামারে ডন-বাদশা-টাইগার সহ মোট ১৪ টি গরু আড়াই বছর ধরে পরিচর্যা করছেন। শনিবার (৩ জুলাই) সকালে তার খামারে গিয়ে দেখাযায় ৮ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট উচ্চতার ডট, বাদশা,টাইগার নামে ৩টি বড় গরু রয়েছে এবং ১১ টি গরু বিক্রির জন্য হাটে নিয়ে আসার প্রস্তুতি চলছে। তিনি ১৪ টি গরুর দাম হাঁকিয়েছেন ৪০ লক্ষ টাকা। এর মধ্যে ৩ টি ফ্রিজিয়ান জাতের গরু ডন-৭ লক্ষ, বাদশা-৬ লক্ষ এবং টাইগার-৫ লক্ষ টাকা চেয়েছেন এবং এই ৩ টি গরুর সঙ্গে ৩ টি বড় খাসি ছাগল উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। ডন-বাদশা- টাইগার ফ্রিজিয়ান জাতের এ ৩টি গরু সঙ্গে ৩টি ছাগল উপহার দেওয়ার কারণ জানতে চাইলে মালিক মনিরুল ইসলাম জানান, এই ৩টি গরু আমি বাজারে তুলতে পারছি না। ক্রেতাদের আকর্ষণ বাড়ানোর জন্য এবং বড় গরু বাজারে নিয়ে যাওয়া আসা অকেন কষ্ট হয়ে যায় এবং খরচ বেড়ে যায় তাই আমি ৩ টি গরুর সঙ্গে ৩টি বড় ছাগল উপহার দিতে চেয়েছি। তিনি আরও জানায়, ডন- বাদশা- টাইগার প্রতিটি গরুর দৈনিক সাড়ে চার কেজি গমের ভূসি, তিন কেজি ধানের গুড়া, দুই কেজি কলাইয়ের ভূসি, তিন কেজি খুদ ও ছয় আটি খড় খাওয়াতেন। এতে মাসে তার ১৮-২০ হাজার টাকার মতো খরচ হতো। বিক্রেতার দাবি আনুমানিক ডন- ২৫ মণ,বাদশা-২৩ মন,টাইগার ওজন ২০ মণ হবে। গরু দেখতে ভিড় করছেন অনেক ক্রেতারা। গরুর মালিকের দাবি সবকিছুর দাম বেশি, আমাদের খরচ বেশি হয়েছে এজন্য গরুর দাম বেশি। তবে কোন ক্রেতা যদি কেজি করে বা এমন নিতে চাই আলোচনা সাপেক্ষে দরদাম করা যাবে , মোবাইল: ০১৭৪৯-৯৪৪-৭৪৯।