বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ

প্রধান সড়কে পার্কিং বন্ধের দাবি গোপালপুরে বাসচাপায় অটোচালক নিহত

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

টাঙ্গাইলের গোপালপুরে প্রধান সড়কে অবৈধভাবে সারি সারি বাস-ট্রাক পার্কিং করার ফলে চলন্ত বাসের চাপায় পড়ে মুজিবুর রহমান(৫২) নামে এক অটোচালকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে পৌরশহরের ভূয়ারচক এলাকায় গোপালপুর ভায়া ঢাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই সড়কে অবৈধভাবে বাস-ট্রাকসহ যানবাহন পার্কিং বন্ধের দাবির স্ট্যাটাস ভাইরাল হয়। নিহত মুজিবুর রহমান নগদা শিমলা ইউনিয়নের রায়ের মাকুল্লা গ্রামের মৃত মানিক উল্লার ছেলে। জানা যায়, নন্দনপুর বাসষ্ট্যান্ড থেকে সমেশপুর পর্যন্ত ঢাকাগামী প্রধান সড়কের অর্ধেকাংশ অবৈধ পার্কিং করা বাস-ট্রাকের দখলে থাকে। সারি বদ্ধ এসব বাস-ট্রাক পার্কিং করায় যানযট থেকে শুরু করে যাত্রী ভোগান্তি ও দুর্ঘটনায় প্রাণহানীসহ আহত হয় অনেকে। বুধবার দুপুরে ঢাকাগামী (ঢাকা মেট্রো-ব ১৫-৬৩১০) চলন্ত বাসের চাপায় বিপরিত দিক থেকে আসা যাত্রীবাহী ব্যাটারি চালিত অটো চাপা পড়ে। স্থানীয়রা দুর্ঘটনাস্থল থেকে মারাত্বক আহতাবস্থায় অটোর চালক ও একযাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অটোচালক মুজিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। মুমূর্ষূ যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। এদিকে এলাকার সচেতন নাগরিকরা বাসস্ট্যান্ড রেখে প্রধান সড়কের একপাশ জুড়ে সারি সারি অবৈধ বাস পার্কিং করার ফলে দুর্ঘটনায় মুজিবুর রহমানের মৃত্যু হয়েছে বলে মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দেন। তারা অনতিবিলম্বে অবৈধ পার্কিং বন্ধের দাবি জানান। বাস মালিক সমিতির সভাপতি রহমাতুল কিবরিয়া বেলাল জানান, গোপালপুর প্রথম শ্রেণির পৌরসভা হলেও এখানে সরকারি বাসটার্মিনাল নেই। সরকার নতুন বাসটার্মিনাল না করে দেওয়া পর্যন্ত অগত্যা সড়কেই বাস রাখতে হয়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, চালকসহ ঘাতক বাস আটক করা হয়েছে। থানায় মামলার পর বাসচালককে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com