বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ

মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৭ জুলাই, ২০২২

জামালপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ি ঘর হামলা, ভাঙচুর, লুটপাট, বোমাবাজি ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী। রবিবার(১৭ জুলাই) জামালপুর শহরের হাটচন্দ্রা সড়কের মানববন্ধন করে শত শত নারী পুরুষ এলাকাবাসি। মানববন্ধনে বক্তারা বলেন, ছেলেদের ফুটবল খেলাকে কেন্দ্র করে হাটচন্দ্রা গ্রামের চিহ্নিত সন্ত্রাসী বিল্লাল, খলিলুর ,আবুল কালাম ও রুহানি এবং তাদের সাঙ্গপাঙ্গরা দেশী অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে অসহায় পরিবারের সদস্য মোর্শেদা বেগম, শাহিন, নুর উদ্দিনসহ বেশ কয়েকজনের বাড়ি ঘরে হামলা চালিয়ে দা দিয়ে কুপিয়ে ভাঙচুর করে। এসময় ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। সন্ত্রাসীরা বেরিয়ে যাবার সময় তারা বোমাবাজি করে এলাকাবাসীর মনে আতংকের সৃষ্টি করে। তাদের এ হিংস্র তা-ব থেকে এলাকাবাসী রক্ষা পায়নি ঈদে বাড়িতে আসা আত্মীয় স্বজন মেহমানরাও। সন্ত্রাসীরা পাশের উপজেলা মাদারগঞ্জ থেকে বেড়াতে আসা আত্মীয় খোরশেদ আলমকে কুপিয়ে মারাত্বক আহত করেছে। বর্তমানে তিনি জামালপুর ২৫০ শয্যা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। অথচ এমন ভয়াবহ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পক্ষে মামলা নেয়নি পুলিশ। এব্যাপারে জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, শাহনেওয়াজ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, একপক্ষ অভিযোগ নিয়ে এসেছিল তা’গ্রহন করা হয়েছে। অপরপক্ষের অভিযোগ পেলে গ্রহন করে তদন্ত করা হবে বলে জানান। এব্যাপারে ক্ষতিগ্রস্ত মোর্শেদা বেগম বলেন, বিল্লাল কালামরা আমার ঘর বাড়ি কুপিয়ে তছনছ করল, লুটপাট করল, আমাকে মারধর করল অথচ পুলিশ আমার মামলা নিল না। উল্টো কালামরা আমাদের বিরুদ্ধে মামলা করে আমার ছেলেসহ এলাকার কিছু নির্দোষ লোক আসামী করেছে। এবিষয়ে এলাকাবাসীর এই নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নিরীহ, নিরাপরাধ লোকজনের বিরোদ্ধে হয়রানিমুলক মিথ্যা মামলার প্রত্যাহারের দাবী জানিয়ে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com