সুনামগঞ্জের জগন্নাথপুরের কৃতি সন্তান হাফিজ সৈয়দ ইবাদুর রহমান কওমি মাদ্রাসায় মিশকাত (জামাতে) পরীক্ষায় বাংলাদেশ বোর্ডে মেধা তালিকায় উত্তীর্ণ হওয়ায় এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলার সৈয়দপুর গ্রামের হাফিজ সৈয়দ ইবাদুর রহমান সিলেট নগরীর শামিমাবাদ মাদ্রাসা থেকে কওমি মাদ্রাসায় মিশকাত (জামাতে) পরীক্ষায় অংশ নিয়ে অর্ধলক্ষাধিক ছাত্রদের মাঝে বাংলাদেশ বোর্ডে মেধা তালিকায় সারাদের মধ্যে ১২ নাম্বার ¯’ান অর্জন করায় ব”হস্পতিবার (২১ জুলাই) সৈয়দপুর-শাহাড়পাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পরিষদ মিলনায়তনে এক সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা সভায় সৈয়দপুর-শাহাড়পাড়া ইউনিয়ন পরিষদের জনন্দিত সফল চেয়ারম্যান, অসহায়- গরিবের বন্ধু আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসান, প্যানেল চেয়ারম্যান শামসুদ্দিন কামালী, সৈয়দ ইমদাদ মেম্বার, আতিক মিয়া, সায়মন মেম্বার, খুর্শেদ আলী, সৈয়দ তানভীর মুরাদ, সোহেল আহমদ, ইউপি সচিব ফারুক হোসেনসহ বিভিন্ন শ্রেণী- পেশার নেত”ব”ন্দ উপ¯ি’ত ছিলেন। পরে সংবর্ধিত হাফিজ সৈয়দ ইবাদুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য হাফিজ সৈয়দ ইবাদুর রহমান সৈয়দপুর আগুনকোনা গ্রামের শায়খুল হাদিস আল্লামা সৈয়দ আব্দুর রাজ্জাক শায়খে সৈয়দপুরীর ২য় ছেলে। হাফিজ সৈয়দ ইবাদুর রহমান হিফজ তাকমিল পরীক্ষায় বোর্ডে বাংলাদেশের মধ্যে সে প্রথম ¯’ান অর্জন করেছিল। ইবাদুর রহমানসহ তারা ৫ ভাই, ও ৪ বোন সবাই কোরআনে হাফিজ ও হাফিজা। তাহার পিতাও একাধিক মাদ্রাসার শায়খুল হাদিস।