দীর্ঘ ৬৫ দিন নিষেধাজ্ঞা শেষে চট্টগ্রামের আনোয়ারা উপকূলের প্রায় ৯ হাজার জেলে ৯০৪ টি ট্রলার নিয়ে সাগরে ছুটেছেন মাছ ধরতে। মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ইলিশসহ সব প্রজাতির মাছ ধরার ওপর সরকার গত ১৯ মে মধ্যরাত থেকে ২৩ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করে। শনিবার মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ হয়েছে। অবরোধকালীন পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করে অপেক্ষায় ছিলেন ভরা মৌসুমে ইলিশ শিকারের মাধ্যমে পরিবারের মুখে হাসি ফোটাবেন। ইলিশ মৌসুমকে ঘিরে চলছে আড়ৎদারদের মহা ব্যস্ততা। আড়ৎদাররা আশা করেছেন এ বছর সাগরে প্রচুর মাছ ধরা পড়বে। এ বিষয়ে আনোয়ারা সিনিয়র মৎস্য কর্মকর্তা রশিদুল হক বলেন, সরকারের নির্দেশক্রমে ৬৫ দিনের অবরোধ শেষ হওয়ায় আমরা আশাবাদী জেলেদের জালে প্রচুর বড় ইলিশ ধরা পড়বে। চার থেকে পাঁচ হাজার জেলে ৯০৪টি ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে নেমে পড়েছে।