নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”। বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ মাছের উৎপাদন বাড়াতে দেশের জনগণকে সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে শেষ হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২। চকরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ উপলক্ষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শুরু হয় মৎস্য সপ্তাহ। বৃষ্টিস্নাত শনিবার (২৩ জুলাই) বর্ণাঢ্য আয়োজনে ৭ দিনের এই আনুষ্ঠানিকতা চলে ২৯ জুলাই পর্যন্ত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে র্যালির মাধ্যমে উপজেলা পরিষদের পুকুর সহ বিভিন্ন পুকুরে ও খালে মৎস্য পোনা অবমুক্তির মাধ্যমে মৎস্য সপ্তাহ শেষ হয় ২৯ জুলাই। মৎস্য সপ্তাহে বিপুল সংখ্যক কর্মকর্তা, এনজিও কর্মী ও সুবিধাভোগী র্যালিতে উপস্থিত ছিলেন। মাছ আমাদের বাঙালি জাতির কৃষ্টির অন্যতম অংশ। ভাতে মাছে বাঙালি সেই ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনতে এ উদ্যোগ বলে জানান চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপী দেওয়ান। তিনি বলেন, ‘মাছ শুধু আমরা নিজেরা খাই না, বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি। মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর করি, উদ্যোক্তা তৈরিতেও গুরুত্ব দেন তিনি। আমরা চাইব যে যেখানে আছেন ভরাট পুকুর খাল, নদী-নালা, হাওড়, বিল সব জায়গায় মাছের চাষ করবেন। এরই মধ্যে দিয়ে আমাদের সেই পুরনো দিনের মাছে ভাতে বাঙালির ঐতিহ্যটাকে ফিরিয়ে আনতে সক্ষম হবো।’ জাতীয় মৎস্য দিবস উপলক্ষে চকরিয়া উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষ মোহনায় আয়োজিত হয় আলোচনা সভায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপী দেয়ান এসব কথা বলেন। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপী দেয়ানের সভাপতিত্বে ২৪ জুলাইয়ের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোং ফরহান তাজিম, চকরিয়া মেরিন ফিসারিশ অফিসার এ.জেড.এম মোছাদ্দেকুল ইসলাম, চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান (উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান) জেসমিন আক্তার চৌধুরী জেসী, উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড কর্মকর্তা মো. সাইফ উল্লাহ, জলদাস নেত্রী আনার কলি জলদাস, মৎস্য চাষী, মৎস্যজীবি ও মৎস্য উদ্যোক্তাসহ উপজেলা মৎস্য দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃ›। অনুষ্ঠানে উদিয়মান মৎস্য চাষী কমরুদ্দীন আরমান, কার্প জাতীয় মৎস্য চাষে সফল চাষী ইলিশিয়ার মোজাম্মেল হক ও ডুলাহাজারার চিংড়ী চাষী শামশুল আলমকে মৎস্য খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ মৎস্য পদক ও সনদ প্রদান করা হয়।