সিরাজগঞ্জর উল্লাপাড়ার মওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ উচ্চ বিদ্যালয়ের কাঙ্খিত নববনির্মিত ৪তলা ভবনটি উদ্বোধন না হওয়ায় বিপাকে পড়েছেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ২০২০ সালে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে ভবনটির নির্মান কাজ শুরু করা হয়।২০২১ সালের মধ্যে সকল কাজ শেষ করে হস্তান্তর করার কথা থাকলেও অদ্যাবধি পর্যন্ত কাজ শেষ না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা পড়েছে বিপাকে। শুধু তাই নয়, সবার মাঝে দেখা দিয়েছে অনিশ্চয়তা। নব নির্মিত ভবনটির আশায় থেকে অনেক দিন ধরে পরিত্যক্ত ও সিলিং বিহীন ভাঙা টিনের ঘরে ক্লাস করছেন এ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক জানান, বিদ্যালয়ে ষষ্ট থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৩৫০ জন শিক্ষার্থী রয়েছে। নির্মিত নতুন ভবন হস্তান্তর না করায় পরিত্যক্ত ও ভাঙ্গা টিনের ঘরে চৈত্রের শুরু হতে বর্তমান চরম তাপদাহের মধ্যেও পাঠদান করানো হচ্ছে। রোদের তাপে টিনের ঘরে প্রচন্ড গরমে শিক্ষার্থীরা মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ছে,এমনকি বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হারও কমে গেছে। বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মামুন রশিদ চৌধুরী বলেন, আমি প্রধান শিক্ষককে সাথে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে আমাদের সমস্যার কথা অবহিত করেছি। ৭ দিনের মধ্যে ভবনটি হস্তান্তর করার আশ্বস্ত করলেও এখনও আলোর মুখ দেখিনি। এ বিষয়ে উল্লাপাড়া ফ্যাসালিটিস বিভাগের প্রকৌশলী রুহুল আমিন বলেন, আমরা কয়েকদিন আগে সরেজমিনে গিয়ে বিদ্যালয়ের ভবনটি পরিদর্শন করেছি। ভবনের সকল কাজ প্রায় শেষ। এখন শুধু পানির পাইপ লাইনের কাজ বাদ আছে। অসমাপ্ত পানির লাইনের কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকারদারকে বলা হয়েছে। আশা করছি, আগামী সপ্তাহের মধ্যে ভবনটি হস্তান্তর সহ সুষ্ঠ, সুন্দর পরিবেশে পাঠদান করানো যাবে।