ঝিনাইদহ কালীগঞ্জের শহরের প্রানকেন্দ্রে জনতা মোড়ে রাস্তার উপর গত ৪ দিন যাবত বালি রেখে ৩ তলা ভবন নির্মাণের কাজ করছেন মোঃ সুমন মিয়া। এতে করে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। বর্তমানে চিত্রানদীর উপর নতুন আধুনিক ব্রীজ নির্মান কাজ চলমান থাকায় জনতা মোড়ের পাশ দিয়ে অস্থায়ী কাঠের সেতু পার হয়ে শহরের মধ্যে হালকা যান চলাচল করছে। উন্নয়নের স্বার্থে শহরে চলাচলকারি যান ও জনগণ স্বাভাবিকভাবে তা মেনেও নিয়েছে। কিন্তু কয়েকদিন যাবত রাস্তার উপর বালি থাকায় স্বাভাবিক যানচলাচলের মারাত্মক ব্যাঘাত ঘটছে। ভবন নির্মাণের নিয়ম-নীতির তোয়াক্কা না করে সুমন মিয়া তার ইচ্ছামত রাস্তায় বালি ফেলে রেখেছেন। এ ব্যাপারে ভবন মালিক সুমন মিয়ার সাথে কথা হলে তিনি জানান, বালি উঠানো লেবার না পাওয়ায় এখনো রাস্তায় পড়ে আছে। আজকালের মধ্যেই আমি বালি সরিয়ে নেব। এ ব্যাপারে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফকে ফোন দিয়েও কথা বলা সম্ভব হয়নি।