নীলফামারী জেলার চিলাহাটি রেলওয়ে স্টেশনে ট্রেন ধরতে আসা যাত্রীদের বিড়ম্বনার শেষ নেই। অথচ প্রশাসন নিরব ভূমিকা পালন করে আসছে। জানা গেছে- উত্তরের সর্বশেষ রেলওয়ে স্টেশন চিলাহাটিতে বর্তমানে রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র ও তিতুমীর এক্সপ্রেস, খুলনাগামী আন্তঃনগর রুপসা ও সীমান্ত এক্সপ্রেস, ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস এবং খুলনাগামী রকেট (লোকাল) ট্রেন চলাচল করছে। এদিকে চিলাহাটি রেলওয়ে স্টেশনের ট্রেন ধরতে আসা যাত্রীরা বিরম্বনার শিকার হয় প্ল্যাটফর্মে উঠতে। স্টেশন চত্বরে এলোমেলো ভাবে অটো-ভ্যানের হিড়িক করে অটো-ভ্যান চালকরা। এতে ট্রেন ধরতে আসা যাত্রীরা প্ল্যাটফর্মে উঠতে বিরম্বনায় পড়তে হয়। আবার ট্রেন থেকে যাত্রীরা নেমে প্লাটফর্মের নিচে যেতে পারেনা এই অটো-ভ্যানগুলোর কারণে। এ ব্যাপারে রেলওয়ে নিরাপত্তা বাহিনী চিলাহাটি ইউনিটের এএসআই নেছার উদ্দিনের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান-স্টেশন মাস্টার আমাকে মোমো দিলে আমি এ্যাকশন নেব, তার বাইরে আমি কোন কিছু করতে পারবো না। স্থানীয়রা জানান-স্টেশন চত্তর, প্ল্যাটফর্মের শৃঙ্খলা এসব দেখাশোনা দায়িত্ব রেলওয়ে নিরাপত্তা বাহিনীর। এ ব্যাপারে চিলাহাটি রেলওয়ে স্টেশন মাস্টার রুহুল আমিন জানান- যেহেতু এখানে রেলওয়ে জিআরপি থানা নেই, সেক্ষেত্রে এগুলো দেখাশোনার দায়িত্ব¡ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর।