বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বাংলাদেশ-তুরস্ক বিজনেস ফোরাম গঠিত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

বাংলাদেশ-তুরস্ক বিজনেস ফোরাম (বিটিবিএফ) গঠিত হয়েছে। দু’দেশের ব্যবসায়ীদের প্রচেষ্টায় বাংলাদেশের ১১টি ও তুরস্কের ছয়টি কোম্পানি একত্রিত হয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও পারস্পরিক সম্ভাবনাকে সর্বোচ্চ পর্যায়ের উন্নীত করতে কাজ করছে।
উদ্ভাবনী ব্র্যান্ডিং ও অংশীদারিত্ব গড়ার মাধ্যমে বাংলাদেশ ও তুরস্ককে কাছাকাছি নিয়ে আসার জন্য একটি শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্ল্যাটফর্মে পরিণত হতে চায় সদ্য প্রতিষ্ঠিত এই বাংলাদেশ-তুরস্ক বিজনেস ফোরাম। সম্প্রতি ঢাকায় তুর্কি দূতাবাস আয়োজিত এক সভায় বিটিবিএফ গঠন করা হয়। গতকাল শুক্রবার দূতাবাস জানায়, বিটিবিএফ দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও সাংস্কৃতিক মিথষ্ক্রিয়ার জন্য সহযোগিতা বাড়াবে এবং বাংলাদেশ ও তুরস্কেরর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে একটি অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ভাইস চ্যান্সেলর রুবানা হক বিটিবিএফের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন এবং এ কে খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের ইসি অব বোর্ডের চেয়ারম্যান সালাহউদ্দিন কাসেম খান কো-চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন।
কাজী ফার্মস গ্রুপের প্রতিষ্ঠাতা ও এমডি কাজী জাহেদুল হাসান বিটিবিএফের ডেপুটি চেয়ারপারসন এবং ইউনাইটেড আয়গাজ এলপিজি লিমিটেডের সিইও এরকুমেন্ট পোলাত বিটিবিএফের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। বিটিবিএফের অন্যান্য প্রতিষ্ঠাতা সদস্যরা হলেন– বিএসআরএমের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, স্কয়ার গ্রুপের প্রধান অংশীদার অঞ্জন চৌধুরী, বেঙ্গল গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান ও বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবুল খায়ের লিটু, কসমস গ্রুপের প্রতিষ্ঠাতা ও এমডি এনায়েতুল্লাহ খান, সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের সিইও ও এমডি মোহাম্মদ হানিফা মোহাম্মদ ফাইরোজ, ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও এমডি মঈনুদ্দিন হাসান রশিদ, এমএম ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান ও এমডি মির্জা সালমান ইস্পাহানি, আকিজ গ্রুপের চেয়ারম্যান এসকে নাসির উদ্দিন, বাংলাদেশে তুর্কি এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার এমরাহ কারাকা, আরসেলিকের টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ডিরেক্টর হাকান আলতিনিস্ক, এনকেওয়াই আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের প্রশাসনিক ও আর্থিক বিশেষজ্ঞ মেহমেত ইলদিজ, ইপিআইকে হোল্ডিংয়ের নির্মাণ সমন্বয়ক মুহাম্মদ চাগরী উনাল এবং এলসিওয়াইকিকির কান্ট্রি ডিরেক্টর ওজগুর তুর্ক। বিটিবিএফের চেয়ারপারসন নির্বাচিত হওয়ার পর ড. রুবানা হক বলেন, ‘এই ফোরামটি যেন দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, সংযোগ ত্বরান্বিত ও সম্ভাবনাকে সর্বোচ্চ পর্যায়ে নিতে পারে।’ বাণিজ্য, বিনিয়োগ ও সাংস্কৃতিক কর্মকা- নিয়ে ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে কার্যক্রম সম্পাদনের জন্য বিটিবিএফ শিগগিরই আইনগত কাঠামোয় গঠিত হবে। বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বিকাশের জন্য সংগঠনটির সচিবালয়ের মধ্যে একটি গবেষণা ও ডেটা সেলও গঠন করা হবে। বিটিবিএফের সদস্যপদ ও নেতৃত্ব কাঠামোতে জেন্ডার সমতা উৎসাহিত করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com