কেশবপুরে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় ক্যান্সারে আক্রান্ত গরীব ও অসহায় সুমাইয়া খাতুনের চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শহরের মান্নান টাওয়ারে বৃহ¯পতিবার দুপুরে ক্যান্সারে আক্রান্ত সুমাইয়া খাতুনের হাতে ৩১ হাজার ৪০০ টাকা আর্থিক সহায়তা তুলে দেন যশোর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান। প্রশিক্ষক মাসুদুজ্জামানের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিনু রাণী হালদার, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাদিরা নাসরিন লিনা, রুমানা আক্তার রিক্তা, শিরিন বেগম, প্রশিক্ষক হাসানুজ্জামান, রহিমা খাতুন, আমেনা খাতুন, খাদিজা খাতুন, লিমা খাতুন প্রমুখ।কেশবপুরের মান্নান টাওয়ারে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ নেওয়া প্রশিক্ষার্থী ও কর্মকর্তারা সম্মিলিতভাবে সুমাইয়া খাতুনের চিকিৎসার জন্য উক্ত আর্থিক সহায়তা প্রদান করেন। সুমাইয়া খাতুন নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের একজন প্রশিক্ষার্থী ছিলেন। তিনি উপজেলার বাঁকাবর্শী গ্রামের নজরুল ইসলামের মেয়ে।