চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বনায়ন এর উদ্যোগে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলার উদ্দমদী পাম্প হাউস সংলগ্ন এলাকায় এ কর্মসূচি উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল। এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, বর্তমানে পরিবেশ রক্ষায় গাছের পরিমান কমে গেছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা রোপণের বিকল্প নেই। বনায়ন সংস্থাটি যে উদ্যোগ নিয়ে দেশে গাছের চারা রোপণ করছেন তাতে দেশে মানুষ পরিবেশ সম্মত অক্সিজেন পাচ্ছে। এটি একটি প্রশংসীয় উদ্যোগ। অনুষ্ঠানে বনায়ন এর উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এখানে ১০ হাজার চারা রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। বনায়ন প্রতি বছর ৫০ হাজার চারা বিতরণ করে থাকে।