ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোয়ালহুদা গ্রামে আদালতের নির্দেশ অমান্য করে ব্যক্তি মালিকানা জমির উপর রাস্তা নির্মাণের অভিযোগ করেছেন জমির মালিক। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যেয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
জানা গেছে, ফতেপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার আমিনুর রহমান শিমুল আদালতের রায় অমান্য করে গোয়ালহুদা গ্রামের গুলশান পাড়ায় ১৪৩নং গোয়ালহুদা মৌজার আরএস ক্ষতিয়ান নং ৮, দাগ নং-৭০, ১৬২শতক জমির উপর দিয়ে উত্তর-দক্ষিনে প্রায় ৩শ ফুট লম্বা জমির ৭/৮ ফুট দখল করে এ রাস্তা নির্মাণ করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায় ইউপি সদস্য আমিনুর রহমান শিমুল উপস্থিত থেকে রাস্তা তদারকি করছে। জমির মালিক গোয়ালহুদা গ্রামের আব্দুল গফুরের ছেলে আব্দুল কাদের। ঘটনাস্থল থেকে আব্দুল কাদেরের ছেলে টুটুল সাংবাদিকদের জানায়,তাদের সত্ব দখলীয় জমির উপর দিয়ে মেম্বার জোরপূর্বক তার লোকজন দিয়ে রাস্তা করছে। অথচ এই জমির উপর আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে। ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম দস্তগীর বাচ্চু বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকলেও মেম্বার শিমুল জামায়াত নেতাদের সাথে নিয়ে জোরপূর্বক এই রাস্তা নির্মাণ করছে। স্থানীয় বাসিন্দা মইনুদ্দিন মিন্টু বলেন, আব্দুল কাদেররের জমির উপর দিয়ে ৭/৮ ফুট দখল করে বর্তমান মেম্বার রাস্তা করছে যা আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এ বিষয়ে ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু বলেন, ইউনিয়ন পরিষদ থেকে ৫নং ওয়ার্ডের মেম্বারের অনুকূলে কিছু টাকা বরাদ্দ করা হয়েছে যা রাবিশ ও আধলা ইট রাস্তায় দেওয়ার জন্য। কিন্তু কোন ব্যক্তি মালিকানা জমির উপর দিয়ে রাস্তা নির্মাণ না করার জন্য বলা হয়েছে।
এ বিষয়ে ইউপি সদস্য আমিনুর রহমান শিমুল বলেন, রাস্তাটি আমি করছি না স্থানীয় জনগণ করছে, আমার প্রকল্প এখান থেকে আরো সামনে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী বলেন, এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে তাদের নিজস্ব জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে তবে আব্দুল কাদেরের জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের কথা বলা হয়নি।