ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ টেলিগ্রাম খুবই জনপ্রিয় বর্তমানে। যদিও মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তার সঙ্গে পেরে উঠতে পারেনি সাইটটি। রাশিয়ান মেসেজিং অ্যাপ টেলিগ্রাম তাই আছে জনপ্রিয়তার দ্বিতীয় স্থানে। হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে একের পর এক ফিচার এনেছে সাইটটি। বিশ্বজুড়ে লাখ লাখ ব্যবহারকারী আছে এই অ্যাপের। ব্যবহারকারীদের কাছেও অল্পদিনেই জনপ্রিয় হয়ে উঠেছে টেলিগ্রাম। টেলিগ্রামে আছে মেসেজ শিডিউল করে রাখার সুবিধা। অর্থাৎ আপনি যে সময়েই মেসেজ লিখে রাখুন না কেন আপনার দেওয়া সময়েই সেটি ডেলিভারি হবে।
চলুন দেখে নেওয়া যাক কীভাবে টেলিগ্রামে মেসেজ শিডিউল করে রাখতে পারবেন- >> প্রথমে টেলিগ্রাম অ্যাপের চ্যাট অপশনে যান। >> মেসেজ টাইপ করে সেন্ডিংয়ের অপশনে অনেকক্ষণ ধরে প্রেস করে রাখুন। >> এরপরই একটি পপ-আপ আসবে, সেখানে দুটি অপশন থাকবে। একটি মেসেজ রিসিভারের ফোনে কোনো নোটিফিকেশন না দেখিয়ে মেসেজ সেন্ড করা অন্যটি শিডিউল মেসেজের। এই অপশনটি বেছে নিন। >> নির্দিষ্ট তারিখ এবং সময় সেট করুন। যেই সময়ে আপনি মেসেজটি সেন্ড করতে চান।
>> কাজটি হয়ে গেলে নিচের বটনে ক্লিক করুন। >> ব্যস হয়ে গেল মেসেজ শিডিউল করা। এবার আপনার দেওয়া সময়েই মেসেজ ডেলিভারি হবে। সূত্র: গ্যাজেটস নাও