বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৩৫ অপরাহ্ন

জাতীয় শোক দিবস উপলক্ষে নরসিংদীতে ছাত্রলীগের আলোচনা সভা

নরসিংদী প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৩১ আগস্ট, ২০২২

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ই আগস্টে নিহত সকল শহীদের স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করেন নরসিংদী জেলা ছাত্রলীগ। নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ্জালাল আহম্মেদ শাওনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিউদ্দীন আহমেদ রাজু, এমপি, উপদেষ্টা মন্ডলীর সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ ও সাবেক মন্ত্রী ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন লে: কর্ণেল (অবঃ) মোহাম্মদ নজরুল ইসলাম হিরো (বীর প্রতিক) নরসিংদী সদর-১ এমপি, সাবেক সভাপতি নরসিংদী জেলা আওয়ামী লীগ ও সাবেক প্রতিমন্ত্রী প্রানীসম্পদ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আফতাব উদ্দিন ভূইয়া, আহ্বায়ক নরসিংদী সদর উপজেলা ও চেয়ারম্যান নরসিংদী সদর উপজেলা পরিষদ, আলহাজ্ব মো: হারুনুর রশিদ খান, সাবেক সভাপতি শিবপুর উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান শিবপুর উপজেলা পরিষদ, মোন্তাজ উদ্দিন ভূইয়া, কেন্দ্রীয় তাতীলীগ, আমিনুল হক ভূইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি কৃষক লীগ, হাজী মো: মোশাররফ হোসেন প্রধান মানিক, সাধারণ সম্পাদক মাধবদী শহর আওয়ামী লীগ ও মেয়র মাধবদী পৌরসভা, আমিনুর রশিদ সুজন, মেয়র মনোহরদী পৌরসভা, মো: জামাল মোল্লা, মেয়র রায়পুরা পৌরসভা, মো: রিপন সরকার আহবায়ক নরসিংদী জেলা জাতীয় শ্রমিকলীগ, এস.এম কাইয়ুম, শিক্ষা বিষয়ক সম্পাদক জেলা আওয়ামী লীগ, উক্ত আলোচনা সভায় জেলা ছাত্রলীগ ও বিভিন্ন উপজেলা ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মী মিছিল নিয়ে আলোচনা সভায় উপস্থিত হন। আলোচনা সভায় বক্তারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হত্যাকান্ডকে জাতি ও বিশ্ব রাজনৈতিক ইতিহাসে কলঙ্কতম অধ্যায় হিসেবে চিহ্নিত করেন। পাশাপাশি জাতির পিতা হারানোর শোক কতটা তীব্র, স্বাধীন দেশের সামগ্রিক অগ্রযাত্রায় তা কেমন প্রভাব রেখেছিলো, বঙ্গবন্ধুর জীবন সংগ্রামের বিভিন্ন স্তরের আলোচনাও বক্তাদের মাধ্যমে উঠে আসে। বঙ্গবন্ধু হত্যাকান্ডের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান ও প্রত্যক্ষভাবে জড়িতদের আগামীর প্রজন্ম কখনো ক্ষমা করবে না এবং পাকিস্তানি ভাবধারার সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই চলমান থাকার আশাবাদ তারা ব্যক্ত করেন। এসময় বক্তারা তারেক জিয়ার সাম্প্রতিক ও অতীত ভূমিকার সমালোচনাও করেন। নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন বলেন, ৭৫-৯৬ সাল পর্যন্ত বঙ্গবন্ধু হত্যাকারীদের যারা এদেশে প্রতিষ্ঠিত করেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। ইতিহাস বিকৃত করে প্রজন্মের কাছ থেকে বাংলাদেশের রাজনৈতিক সত্যতা দূরে নিয়ে গেলেও, সময়ের ব্যবধানে আজ প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারছে। যার ফলে ১৫ই আগস্টের কুশীলবরা আজ সর্বমহলে ঘৃণিত। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে। যেন কোনো ষড়যন্ত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষতি করতে না পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com