বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন

নিজেকে গোছাতে গিয়ে ক্যারিয়ারে মনযোগ দিতে পারিনি: সায়রা

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩১ আগস্ট, ২০২২

ক্যারিয়ারের শুরুটা মডেলিং দিয়ে হলেও লক্ষ্য ছিল চলচিচত্রে অভিনয় করার, করেছেনও। প্রসূন রহমান পরিচালিত ‘জন্মভূমি’ সিনেমা দিয়ে বড় পর্দায় তার অভিষেক ঘটে চার বছর আগে। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য বিজ্ঞাপন, মিউজিক ভিডিওর মডেল হিসেবেই তার পরিচিতি ছিল বেশ। মাঝেমধ্যে দেখা যেত নাটকে। এরপর হুট করেই কাজ থেকে বিরতি নিয়ে নেন। বলছিলাম মডেল ও অভিনেত্রী সায়রা আক্তার জাহানের কথা। দীর্ঘদিন পর এখন আবারও কাজে ফিরেছেন সায়রা, মনযোগ দিয়েছেন অভিনয়ে। কাজ করেছেন বেশ কিছু নাটকে। সদ্য মুক্তি পেলো তার নতুন কন্টেন্ট ‘সংসার আনলিমিটেড’। এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এই কাজটির মধ্য দিয়ে প্রথমবারের মত ওটিটি প্লাটফর্মে কাজ করলেন সায়রা। সায়রা বলেন, ‘ওটিটি প্লাটফর্মে এটাই আমার প্রথম কাজ। প্রজেক্টটি নিয়ে যখন কথা হয় তখন ভালো লেগে যায় এবং সবকিছু ব্যাটে-বলে মিলে যাওয়ায় কাজটি করা হয়েছে। অনেকেই কাজটি দেখেছেন, প্রশংসা করছেন। ভালো লাগছে।’ তিনি জানান, প্রথম দিকে কাজ নিয়ে খুব বেশি একটা সিরিয়াস ছিলেন না। অনেক নাটকের প্রস্তাব আসলেও হাতে গুণা কিছু কাজ করা হতো। বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুট, বিজ্ঞাপন; পাশাপাশি মিউজিক ভিডিওতেই বেশি কাজ করেছেন। চলচ্চিত্রটি থেকেও পেয়েছেন ভালো সাড়া। তবে মাঝে নিজেকে গোছাতে একটু সময় নিয়েছিলেন, যার কারণে কাজ থেকে বিরতি নিয়েছিলেন।
তিনি বলেন, ‘আমি মাঝখানে কাজ থেকে বিরতি নিয়েছিলাম নিজেকে একটু গোছাতে। এরমধ্যে একটা চাকুরীতে জয়েন করি এবং সেভাবেই নিজেকে একটু গোছানোর চেষ্টা করছিলাম। যার কারণে ক্যারিয়ারে ঠিকমতো মনোযোগ দিতে পারিনি। এরমধ্যে অনেকেই কাজের জন্য আমার সঙ্গে যোগাযোগ করেছেন কিন্তু করা হয়নি।
আমার বন্ধু-বান্ধব বা অনেক শুভাকাংখী যারা রয়েছেন তাদের অনেকেই বিভিন্ন সময়ে আমাকে নানা পরামর্শ দিয়েছেন। অনেকেই বলেছেন, অভিনয়ে আবারও ফেরার জন্য, হয়তো ভালো করবো। একটা সময় আমি নিজেও অনুভব করতে লাগলাম, চেষ্টা করতে তো সমস্যা নেই। এরপর আবারও কাজ শুরু করি।’ এখন থেকে নিয়মিতই কাজ করবেন জানিয়ে সায়রা আরও বলেন, ‘এখন বেশ কিছু নাটকের কাজ করছি। ধারবাহিকই করা হচ্ছে। একক নাটকও করবো। তাছাড়া এখন ওটিটি প্লাটফর্মে অনেক ভালো ভালো কাজ হচ্ছে। সেসব ভালো কাজের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা তো থাকবেই।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com