যুব নেতৃত্বের মাধ্যমে কুড়িগ্রাম জেলাকে বাল্যবিবাহ মুক্তকরণ এবং যুব ও যুবদের স্থানীয় ও জাতীয় পর্যায়ে ক্ষমতায়িত করার লক্ষে চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে প্রকল্পের অভহিতকরণ সভার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিনহাজুল ইসলাম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. কাজিউল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্ত্মাফিজ, প্লান ইন্টারন্যাশনালের হেড অব সেন্ট্রাল এন্ড নর্দাণ রিজিওন মো. আশিক বিল্লাহ, আরডিআরএস বাংলাদেশ’র হেড অব ডেভেলপমেন্ট প্রোগ্রাম’র মো. আব্দুস সামাদ, সাংবাদিক সফি খান, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ। কুড়িগ্রাম জেলার ৭৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় আরডিআরএস বাংলাদেশ ও মহিদেব যুব কল্যাণ সমিতি যৌথভাবে কার্যক্রম বাস্ত্মবায়ন করবে। ৪ বছর ব্যাপী এই প্রকল্পে আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রদান করছে আন্ত্মর্জাতিক দাতা সংস্থা এনআরকে-টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।