বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন

প্রথমবারে মতো ফারুকীর পরিচালনায় ডিপজল

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
একসঙ্গে মনোয়ার হোসেন ডিপজল ও মোস্তফা সরয়ার ফারুকী

দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার পরিচালনায় প্রথমবারের মতো কাজ করলেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তবে সিনেমা বা ওটিটির কাজ নয়। তাকে দেখা যাবে ফারুকীর একটি নতুন বিজ্ঞাপনে। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তিনি (ডিপজল) এককথায় অসাধারণ মানুষ। এই প্রথম তার সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করলাম। খুব ভালো কাজ করেছেন। বিজ্ঞাপনটি শিগগির বিভিন্ন টিভিতে দেখা যাবে।
রোববার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর তেজগাঁওয়ের বিজি প্রেসের মাঠে বিজ্ঞাপনটির শুটিং করেন ডিপজল। তার সহশিল্পী ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির। এদিকে কয়েকদিন আগে মোস্তফা সরয়ার ফারুকী দেশের এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানিকে নিয়ে বিজ্ঞাপন তৈরি করেন। তার সঙ্গে সহশিল্পী হিসেবে ছিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’র জনপ্রিয় কাবিলা চরিত্রে অভিনয় করা জিয়াউল হক পলাশ।
জানা গেছে, দুটি বিজ্ঞাপনই একটি মোবাইলভিত্তিক আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের অ্যাপের জন্য তৈরি করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com