পার্লারে আমরা টাকা খরচ করে ফ্রুট ম্যাসাজ নিয়ে থাকি। তবে আপনি চাইলে ঘরেই তৈরি করে নিতে পারেন ম্যাসাজের জন্য ফ্রুট ক্রীম।
ফ্রুট ম্যাসাজ ক্রীম তৈরি করার জন্য ২ টি প্রথমেই কমলার খোসা, স্ট্রবেরি কুচি এং আঙ্গুর ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা হয়ে গেলে একটি বাটিতে মিশ্রণ টি রেখে এর সাথে ১ টেবিলচামচ কর্ণ ফ্লাওয়ার মিশয়ে নিন। এবার একটি পাত্রে গরম পানি নিয়ে সেই পাত্রের মাঝে ব্লেন্ড করে রাখা মিশ্রণের বাটিটি রাখুন।কিছুক্ষণ পর দেখবেন মিশ্রণটি ঘন হয়ে এসেছে। তাই ঘন হয়ে এলে নামিয়ে ফেলুন।এখন এর সাথে ১ টেবিলচামচ অ্যালোভরা জেল এবং ভিটামিন ই তেল মিশয়ে নিন। এভাবেই খুব সহজে তৈরি করে নিতে পারেন ফ্রুট ম্যাসাজ ক্রীম। যা দিয়ে ঘরেই আপনি ম্যাসাজ করে নিতে পারেন। এতে করে পার্লারের খরচ এবং আপনার সমত দুটোই বেঁচে যাবে। এই ম্যাসাজ ক্রীম স্কিনের জন্য বেশ উপকারি। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে। শুধু তাই নয় ত্বকে ব্রনের সমস্যা দূর করবে এই ম্যাসাজ ক্রিম।এই ক্রিমটি ফ্রিজে ৭ দিন পর্যন্ত রেখে ব্যবহার করতে পারবেন। ৭ দিনের বেশি ব্যবহার না করাই উচিৎ।