চুরি, ডাকাতি, মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যে’র বিরুদ্ধে পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের জনসাধারণের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে আশিয়া বাংলাবাজার ফারুক রিজিয়া মাদ্রাসার হলরুমে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো: তারিক রহমান। আশিয়া ইউপি চেয়ারম্যান এমএ হাসেমের সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: রাশেদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবশে বিষয়ক সম্পাদক মোহাম্মদ বখতিয়ার উদ্দিন চৌধুরী, আশিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি হাজী গোলাম রহমান মনজু, সাধারন সম্পাদক আয়ুব আলী চৌধুরী, হাজী আবু বক্কর, আলী আব্বাস তালুকদার,ইউপি সদস্য এম হাশেম, ইউপি সদস্য এফ কবির চৌধুরী, সমাজ সেবক ইকবাল চৌধুরী, হাজী মোজাফফর আহমদ, বেলাল উদ্দিন চৌধুরী, আলমগীর চৌধুরী, মো: আলীম, মিজানুর রহমান চৌধুরী, এইচএম নজরুল ইসলাম, ইফতিখার চৌধুরী, সুজন, হাজী হারুন রশিদ, কামাল উদ্দিন, এয়াকুব আলী পান্না, আব্দুল্লাহ আল নোমান, লোকমান, ইউনুছ, হাফেজ মারুফ, আবছার প্রমুখ। অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো: তারিক রহমান বলেন, অপরাধীরা যতই শক্তিশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। সন্ত্রাস, মাদক, ইভটিজিং, ভূমিদস্যূ, চাঁদাবাজ, নৈরাজ্য, বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা সমাজ, দেশ ও জাতির শত্রু। তারা কারো আপন হতে পারে না, তারা সমাজের ব্যাধি। এদের প্রতিহত করতে হলে ঐক্যবদ্ধ ভাবে সচেতন জনগনকে এগিয়ে আসতে হবে। পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। যারা মাদকের সাথে জড়িত তারা যদি আগামী ১ থেকে ১৫ দিনের মধ্যে নিজেদের খারাপ অভ্যাস পরিবর্তন না করেন তাহলে আইনের আওতায় এনে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, ইতিমধ্যে অনেক মাদক কারবারি কে আইনের আওতায় আনা হয়েছে। সরকার জঙ্গিবাদ, সন্ত্রাস, নারী নির্যাতন, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। পটিয়ার মানুষের শান্তি, নিরাপত্তা নিশ্চিত করতে পটিয়ার পুলিশ প্রশাসন সর্বদা প্রস্তুত। প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সকলকে অনুরোধ করেন।