পৃথিবীতে সেবামুলক কাজের মধ্যে সর্বোশ্রেষ্ঠ ডাক্তারী পেশা। জয়পুরহাটের পাঁচবিবির মহীপুর উপজেলা স্বাস্থ্য কম্পেক্সেসে আগত রোগীদের ডাক্তারী সেবা দিয়ে একটানা ৭ বার দেশের প্রথম স্থান অধিকার করে। ৫০ শয্যার এ হাসপাতালে আগে উপজেলাসহ পাশের উপজেলার রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হত। প্রর্যাপ্ত ডাক্তার, নার্স ও ঔষধের অভাবে এলাকার রোগীরা একসময় সেবা নিতে এসে ফিরে গেলেও এখন আধুনিক যন্ত্রপাতি দ্বারা অনেক জটিল রোগের চিকিৎসাসহ প্রয়োজনীও ঔষধ দেওয়া হচ্ছে নিয়মিত। ৫০ শয্যার এ হাসপাতালে আগে যেখানে ১০’জন রোগীও কম অবস্থান করত এখন সেই হাসপাতালে সর্বদা ১০০’জন থেকে ১৫০’জন রোগীও অবস্থান করে। উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোলায়মান হোসেন মেহেদী মহীপুর হাসপাতালে যোগদানের পর থেকেই পাল্টে যেতে থাকে এসব চিত্র। চিকিৎসা সেবায় পিছিয়ে থাকা হাসপাতালটি এখন দেশসেরার তালিকায় জায়গা পেয়েছে ডাঃ মেহেদীর চিকিৎসা সেবার কল্যাণে। স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে কৃতিত্বের অবদান রাখায় ডাঃ সোলায়মান হোসেন মেহেদীকে সম্মাননা সনদ ও ক্রেষ্ঠ প্রদান করেন। গত বৃহস্পতিবার বিকালে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে ডাঃ মেহেদীর হাতে শ্রেষ্ঠত্বের ক্রেষ্ঠ তুলেদেন মাননীয় স্বাস্থ্য-মন্ত্রী জাহিদ মালেক। এসময় রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকেও পুরুস্কার প্রদান করা হয়। জয়পুরহাট জেলা সিভিল সার্জন কার্যালয়ও পুরুস্কার পায়। ডাঃ মেহেদী এমন কৃতিত্ব অর্জন করায় তার আত্বীয়-স্বজন পরিচিত জনেরা মুঠোফোনে তাকে সমাজের অবহেলিত মানুষের আরো বেশী বেশী চিকিৎসা সেবা দেওয়ার জন্য উৎসা দেওয়ার পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, এমন অর্জন আমাকে আরো বেশী কাজ করার পরিধি সৃষ্টি করে দিলেন উর্ধত্বন কর্তৃপক্ষ।