গলাচিপা উপজেলা পর্যায়ে সারের বাজর দর নিয়ন্ত্রণ, প্রতি মাসে বরাদ্ধকৃত সার উত্তোলন, বিক্রয় কেন্দ্র ইউনিয়ন পর্যায়ে সার উত্তোলন সরবরাহ, নির্ধারিত মূল্য তারিকাসহ আমন মৌসুমে ইউরিয়া সারের অতিরিক্ত বরাদ্ধ বিষয়ে, উপজেলা প্রশাসন রবিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা সার মনিটরিং কমিটি ও নিয়োগ প্রাপ্ত সার ডিলারদের নিয়ে এক সার মনিটরিং সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) মো. মহিউদ্দিন আল হেলাল। সঞ্চালক ও কমিটির সদস্য সচিব উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহাবুব হাসান শিবলী, উপজেলা ভ্যাটেনারি পশু সম্পদ কর্মকর্তা, প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, সাংবাদিক মিঠুন পাল প্রমুখ। সভায় নির্বাহী অফিসার বলেন, কৃষি বিপনন আইন/২১ সার ব্যবস্থাপনা নিতিমালা আইনসহ আইন নিতিমালা সকল ডিলারদের জেনে সার পরিবহন ও বিক্রির ব্যাপারে সর্তক হওয়ার আহবান জানান।