সোমবার, ০৬ মে ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
দিল্লি বিমানবন্দরে বাংলাদেশী গার্মেন্টসের রফতানি বাড়ায় ভারতীয়দের আপত্তি নকলায় বিএনপির ৪ নেতানেত্রীকে বহিষ্কার পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৮৮ বিজিপি সদস্য ১২ দিনে পানিতে ডুবে ১২ শিশুর মৃত্যু অর্থবছরের ছয় মাসে রাজস্ব আহরণ প্রায় ১৪ শতাংশ বেড়েছে: অর্থমন্ত্রী চাঁদপুর সেচ প্রকল্প বাঁধের মাটি ইটভাটায় ব্যবহারের অভিযোগ বরিশালে ৮ ঘন্টা বন্ধ থাকার পর অভ্যন্তরীন ও দুরপাল্লার বাস চলাচল শুরু : অতিরিক্ত পুলিশ মোতায়েন আপনাদের সহায়তায় সুস্থ জীবন চাই শ্রীমঙ্গলে সদ্যপ্রতিষ্ঠিত নূরে মদিনা মাদরাসার শিক্ষা কার্যক্রম পরিচালনা ও লেখাপড়ার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা ফুলপুরে চেয়ারম্যান প্রার্থী হাবিবের মিছিল

হাটহাজারীতে জোরপূর্বক দেয়াল নির্মাণের অভিযোগ

মাহমুদ আল আজাদ (হাটহাজারী) চট্টগ্রাম :
  • আপডেট সময় শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

হাটহাজারীতে প্রতিপক্ষের বিরোদ্ধে জোর পূর্বক দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম পট্টি এলাকার সেমিপাকা দোকানের দেয়ালের পলেস্তার ভেঙ্গে অপর একটি দেয়াল নির্মাণ করছে। এ অবস্থায় দোকান মালিক শফি বাঁধা দিলে কাজের মিস্ত্রী আবু তৈয়ব হুমকি প্রদান ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এ বিষয়ে ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর মৌখিক অভিযোগ করলেও কোন সুরাহা না পাওয়ায় জীবনের নিরাপত্তা চেয়ে মো. শফি হাটহাজারী মডেল থানায় দুই জন ও অজ্ঞাতনামা তিনজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ করেন। অভিযোগ সুত্রে জানা যায়, হাটহাজারী পৌর এলাকা আলীপুর গ্রামের আব্দুল ছোবান হাজীর বাড়ির মোঃ কোরবান আলীর পুত্র মোঃ শফি গত ১৪ সালে কবলামূলে জনৈকা রিজিয়া বেগম হতে ক্রয় করে ভোগ দখল করে আসছে। তার পাশে হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের মানিক চৌধুরী বাড়ির মোঃ শফির কিছু জায়গা রয়েছে। গত ৯ই সেপ্টেম্বর ২০২২ সালে সকাল ৮টার দিকে হঠাৎ করে মোঃ শফির দোকানগৃহটির দেওয়াল ভেঙ্গে অন্য পক্ষ মোঃ শফি কাজ শুরু করে। খবর পেয়ে দোকানের মালিক কাজ বন্ধ করতে বললে অন্য পক্ষের মালিকের রাজমিস্ত্রী মোঃ আবু তৈয়ব দোকানের মলিককে হুমকি দেয়। থানায় তদন্ত কর্মকর্তা উভয়পক্ষকে ডাকলেও ২য় পক্ষ বৈঠকে আসেনি। উল্টো বাদিকে অভিযোগ তুলে নিতে চাপ সৃষ্টি করেন বলে বাদি শফি জানান। রাজমিস্ত্রি আবু তৈয়বের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি দেয়াল নির্মাণের কাজ নিয়েছি।মালিক যেভাবে বলেছে সে ভাবে কাজ করছি।আমি কেন হুমকি ধমকি দেব। বৈঠকে যায়নি কেন জিজ্ঞাসা করলে মেম্বারে নিষেধ করেছে বলে জানান। দেয়াল নির্মাণের বিষয়ে প্রতিপক্ষ মো. শফির সাথে মুঠোফোন যোগাযোগ করলে তিনি বলেন, দেয়াল দুজনের টাকা দিয়ে তৈরী করা হয়েছে,এতদিন প্রয়োজন হয়নি তাই ব্যবহার করিনি, এখন করছি। তবে দুজনের টাকায় দেয়াল নির্মাণ হয়েছে এরকম কোন লিখিত ডকুমেন্ট আছে কিনা জানতে চাইলে কোন উত্তর দিতে পারেনি। ফতেপুর ৬নং ওয়ার্ডে ইউপি সদস্য মোঃ নাঈমের কাছে জানতে চাইলে তিনি বলেন সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে দুই পক্ষের বিরোধ সৃষ্টি হয়েছে। লিখিত কোন অভিযোগ পায়নি, তারপরেও সামাজিক বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করছি। ফতেপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন এ রকম কর্মকা-ের বিষয়ে আমার জানা নেই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com