কুমিল্লার দাউদকান্দিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে ও দাউদকান্দি উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ আশ্চার্যের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান, দাউদকান্দি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাসুদেব ঘোষ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড.আহসান হাবীব চৌধুরী লীল মিয়া, দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আসমা আক্তার, দাউদকান্দি মডেল থানার এস আই মোঃ হারিছুল হক, সভায় উপজেলার পূজা মন্ডপগুলোতে শারদীয় দুর্গাপূজা যথাযথ ধর্মীয় মর্যাদায় সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দ মন্দিরে পূজা উদযাপনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সভায় জানানো হয়, পূজা মন্ডপে হিন্দি গান ও অশ্লীল নৃত্য পরিবেশন থেকে বিরত থাকতে হবে। যদি সম্ভব হয় তাহলে প্রতিটি পূজামন্ডপ সিসি ক্যামেরার আওতায় আনার পরামর্শ প্রদান করা হয়।
মডেল থানা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপ এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। পুলিশ ও আনসারের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করাসহ পূজার নিরাপত্তার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দাউদকান্দি উপজেলা শাখা ও পৌর শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন পূজামন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।