গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শহীদ ময়েজ উদ্দিনের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে আ’লীগের কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতা কর্মীদের সাথে নিয়ে জাতীয় বীর শহীদ ময়েজউদ্দিনের বনানী কবরস্থানে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন তার সুযোগ্য কন্যা কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রীয় মেহের আফরোজ চুমকি এমপি। পরে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে শহীদ ময়েজউদ্দিনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা আ’লীগ কার্যালয়ে এক আলোচনা সভায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাতিন সরকারের সাভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ.এম.আবু বকর চৌধুরির সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কালীগঞ্জ-৫ আসনের সাংসদ ও কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। এ সময় বক্তব্য রাখেন- এ্যাড. আশরাফী মেহেদী হাসান, উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, পৌর মেয়র এস এম রবিন হোসেন, উপজেলা আ’লীগের সহ সভাপতি শরিফুল ইসলাম সরকার তোরণ, অর্থ বিষয়ক সম্পাদক শরিফ হোসেন খান কনক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, মহিলা আ’লীগের সভাপতি জুয়েনা আহমেদ প্রমুখ। পরে পৌরসভাসহ উপজেলার জাংগালিয়া, মোক্তারপুর, বক্তারপুর, বাহাদুরশাদী ও জামলপুরে শহীদ ময়েজউদ্দিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। দোয়া শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়েছে।