ঢাবিতে ছাত্রলীগের হামলার: প্রতিবাদে নয়াপল্টনে ছাত্রদলের সমাবেশ
‘বিএনপির হাটু ভাঙ্গা’ আওয়ামী লীগের সাধারন সম্পাদকের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কোমর ভেঙ্গে গেছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা ক্ষমতায় টিকে আছে। শিক্ষা প্রতিষ্ঠানে সোনার ছেলেদের হাতে তারা লাঠি তুলে দিচ্ছেন। ইডেন কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা ব্যবস্থার মধ্যে নৈরাজ্য সৃষ্টি করেছে এই সরকার। গতকাল বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ ইতিমধ্যেই পরাজয় শিকার করে নিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে সমাবেশ হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়াও দলটির সিনিয়র নেতা ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। ছাত্রদলের এ কর্মসূচিতে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়া, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, আব্দুল মোনায়েম মুন্না প্রমুখ অংশ নিয়েছেন। প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন। সঞ্চালনা করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।