বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন

ছাত্রলীগ নেতা জীবন হত্যা মামলাটি মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার দাবী

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও তার সহযোগিদের মারপিটে নিহত সাবেক ছাত্রলীগ নেতা জামিউল আলিম জীবন হত্যা মামলাটি চাঞ্চল্যকর মামলা হিসাবে গন্যসহ দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার জোড় দাবী জানানো হয়েছে। পাশপাশি শারদীয় দুর্গাৎসব পালনে যাতে কোন প্রকার বিশৃংখলা না হয়, সে ব্যাপারে আইন শৃংখলা বাহিনীকে সর্তক থাকতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভায় বক্তারা এই দাবী তোলেন। একই সঙ্গে উথ¥াপিত দাবীগুলো রেজুলেশনে এনে জেলা কমিটিসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর সুপারিশ করা হয়। নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে আইনশৃংখলা কমিটির মাসিক সভায় বক্তৃতা করেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজিনা আক্তার, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আকবর আলী, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুস শুকুর, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মুকু, ব্রক্ষ্মপুর ইউপি চেয়ারম্যান এসএম আশরাফুজ্জামান মিঠু, খাজুরা ইউপি চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন, পিপরুল ইউপি চেয়ারম্যান কলিমুদ্দিন, বিপ্রবেলঘড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী, জেলা পরিষদের সাবেক সদস্য রঈস উদ্দিন রুবেল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুমন সরকার, নলডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মামুনুর রশীদ প্রমুখ। এসময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় বাল্য বিবাহ, জুয়া, মাদক প্রতিরোধ ও নির্বিঘেœ আসন্ন শারদীয় দুর্গাপুজা উদযাপন নিয়ে আলোচনা করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com