দীর্ঘ সাড়ে ১৭ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন মাওলানা জুনায়েদ আল হাবীব। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরীর সভাপতি ছিলেন। গতকাল রোববার (২ অক্টোবর) সন্ধ্যায় মাওলানা জুনায়েদ আল হাবীবের কাছের একাধিক সূত্র মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। তার ছেলে মাহমুদ আল হাবীবও ফেসবুক পোস্টে বাবার মুক্তির কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। দীর্ঘ সাড়ে ১৭ মাস কারাভোগের পর গতকাল (২ অক্টোবর-২০২২ ইং) তারিখে আমার আব্বাজান খতীবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবীব (বারাকাল্লাহু ফি হায়াতিহি) জামিনে মুক্তি পেয়েছেন।’ উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ১৭ এপ্রিল ২০২১ রাজধানীর বারিধারা মাদরাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাছাড়া ২০১৩ সালের হেফাজতে ইসলামের একাধিক মামলায় অভিযুক্ত ছিলেন তিনি।