বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন

বিশ্বসেরাদের হারিয়ে জয়ী হলো বাংলাদেশি মেয়েদের প্রকল্প

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

অক্সফোর্ড, ওয়ারউইক ও ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার মতো বিশ্ববিদ্যালয়ের টিমগুলোকে হারিয়ে, সবুজ নগরায়ন বিষয়ক একটি প্রজেক্টের জন্য অর্থ জিতে এনেছে বাংলাদেশের পাঁচ তরুণী। টুয়েন্টি ফোর আওয়ারস নামের বৈশ্বিক দাতব্য সংস্থার আয়োজিত একটি প্রতিযোগিতায় তাদের প্রকল্প শুরুর জন্য পুরস্কার হিসেবে ২ হাজার ৫৮০ ডলার পেয়েছে তারা।
প্রায় তিন মাস ধরে বিশ্বজুড়ে বহু দল টুয়েন্টি ফোর আওয়ারস রেস টিমের সঙ্গে মিলে নিজেদের নির্বাচিত সামাজিক ইস্যু নিয়ে প্রজেক্ট তৈরির কাজ করেছে। ১৮ই আগস্ট ওই প্রতিযোগিতায় জয়ী ঘোষিত হয় পাঁচ বাংলাদেশি মেয়ের প্রজেক্ট রি-লিফ। দলটির পাচ সদস্য হচ্ছেন, শেবন্তি খন্দকার, রামিসা কবির, রাইদা সিদ্দিকী, রাইয়ান খান ও সেজাল রহমান। প্রতিযোগিতার শেষ রাউন্ডে অক্সফোর্ড, ওয়ারউইক ও ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার মতো বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে লড়তে হয়েছে তাদের। রি-লিফের লক্ষ্য হচ্ছে, উন্নত প্রযুক্তি ব্যবহার করে নগরে বাগান তৈরি করাকে জনপ্রিয় করে তোলা। বাংলাদেশি দলটি এক্ষেত্রে, একটি এপ ব্যবফার করে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থিত নার্সারির সঙ্গে বাসিন্দাদের সংযুক্ত করার পরিকল্পনা উপস্থাপন করে। এপটির মাধ্যমে নার্সারিগুলো থেকে গাছ কিনতে পারবেন ব্যবহারকারীরা। গাছের পাশাপাশি, টব, সার, মাটি ও বাগান তৈরির জন্য অন্যান্য উপকরণও কেনা যাবে এপটি থেকে। এমনকি বাগান পরিচর্যার জন্য অনলাইন থেকে লোকজনও নিয়োগ দেওয়া যাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com