সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন কাজের অগ্রগতিতে শ্রেষ্ঠ হয়েছে গারাদহ ইউনিয়ন পরিষদ। (০৬ অক্টোবর) বৃহস্পতিবার সকালে উপজেলার শহীদ স্মৃতি হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা, গারাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন,বীর মুক্তিযোদ্ধা খোকন মাষ্টার, আনোয়ার হোসেন বাবু,সাইদুর রহমান বাচ্চু, লুৎফর রহমান সহ ১৩ টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ সচিব, উদ্যোক্তা,উপজেলা পরিষদের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিন উপজেলার ১৩ টি ইউনিয়নে জন্ম মৃত্যু নিবন্ধন কাজের অগ্রগতির ভিত্তিতে ৩ ক্যাটাগরীতে ৩ জনকে ক্রেষ্ট প্রদান করা হয় এতে সেরা চেয়ারম্যান হিসেবে ক্রেষ্ট গ্রহণ করেন গাড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সেরা ইউপি সচিবের ক্রেষ্ট গ্রহণ করেন গাড়াদহ ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদ, সেরা গ্রাম পুলিশের ক্রেষ্ট গ্রহণ করেন পোরজনা ইউনিয়ন এর গ্রাম পুলিশ ফুল চাঁদ মিয়া।