সোমবার, ২০ মে ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
সদরপুরে বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন সোনালী আঁশ উপজেলা পরিষদ নির্বাচনে হাজী দিদার পাশার পক্ষে আলোচনা সভা পঞ্চগড়ের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মণের বদলীর দাবীতে মানববন্ধন নগরকান্দায় ভূত আতংকে অসুস্থ হয়েছে শিক্ষার্থীরা ডিমলায় ১০০ পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ ভয় পাবার কোন কারণ নাই, আমাদের একজন শেখ হাসিনা আছেন টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধিতে যুব লীগের চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন টিয়া পাখির মতো আপনাদের কাছে প্রিয় হয়ে থাকতে চাই-সাংবাদিক বাবু পলাশবাড়ী উপজেলা দলিল লেখক সমিতির ত্রি বার্ষিক নির্বাচন কুয়াকাটায় মধ্যরাত থেকে শুরু মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা

উল্লাপাড়ায় লক্ষ্মী পূজা

সঞ্জীব সরকার উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
  • আপডেট সময় সোমবার, ১০ অক্টোবর, ২০২২

সনাতন শাস্ত্রীয় বিধান অনুযায়ী ফুল, জল, পুষ্প বিল্লোপত্র বিভিন্ন অনুষ্ঠানিকতার মধ্যদিয়ে রবিবার রাত থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পালিত হয়েছে ঐশ্বর্য ও শষ্যের দেবী শ্রী শ্রী লক্ষ্মী পূজা। শারদীয় দুর্গোৎসব শেষে পূর্ণিমা তিথি অনুযায়ী পৌরসভা সহ পুরো উপজেলায় ২০-২৫ টি মন্ডপে এ পুজা অনুষ্ঠিত হয়। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পূর্ণিমা তিথিতে রবিবার সন্ধ্যা থেকে সোমবার পযর্ন্ত এই দুইদিন এ বছরে লক্ষ্মী পূজার অনুষ্ঠিত হবে। উল্লাপাড়ার কলেজপাড়া মিলন মন্দির, ঘোষগাঁতীর বলরাম মন্দির, তেলিপাড়া কেন্দ্রীয় মন্দির, নয়ানগাঁতী মন্দির সহ প্রায় ২০-২৫ টি মন্দিরে রবিবার রাত থেকে লক্ষ্মী দেবীর পূজা- আর্চণা অনুষ্ঠিত হয়। এছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের অনেকের বাসাবাড়িতে অনুষ্ঠিত হয় এ লক্ষ্মীপূজা। কলেজপাড়া মিলন মন্দিরে অনুষ্ঠিত লক্ষ্মী পূজার ভক্ত অবন্তিকা জানান, ধন সম্পদ তথা ঐশ্বর্য ও শস্যের প্রতীক হিসেবে মা লক্ষীর পূজা করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। তিনিও এ পূজার একজন ভক্ত। লক্ষ্মী পূজার আরেক ভক্ত মন্টু সরকার জানান, দিনটি উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে পূজার আনুষ্ঠানিকতা শেষে পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও অতিথি আপ্যায়ন করা হয়। পূজা অর্চনার পাশাপাশি ঘরবাড়ির আঙিনায় আঁকা হয় লক্ষ্মীর পায়ের ছাপের আল্পনা। সন্ধ্যায় ঘরে ঘরে প্রদীপ প্রজ্জলন করে আলোকিত করে এ পূজা উদযাপন করা হয়। উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত ঘোষ জানান, লক্ষ্মী দেবীর পূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম একটি অনুষ্ঠান। এ পূজা প্রত্যক ঘরে ঘরে ও বিভিন্ন পূজা মন্ডপে অনুষ্ঠিত হয়ে থাকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com